images

বিনোদন

ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার পবনদীপের, কেমন আছেন? 

বিনোদন ডেস্ক

০৭ মে ২০২৫, ১০:৫২ এএম

‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’ জয়ী গায়ক পবনদীপ রাজন গত সোমবার ভারতের আহমেদাবাদে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সেদিনিই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতলে ভর্তি করা হয় জনপ্রিয় এ কণ্ঠশিল্পীকে। আহত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হতাশা করেছে অনুরাগীরা। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার ৬ ঘন্টা অস্ত্রোপচার শেষ আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন পবনদীপ। জানা গেছে, সড়ক দুর্ঘটনার সময় কণ্ঠশিল্পীর সঙ্গে ওই গাড়িতে ছিলেন তার বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিংহ। দীর্ঘ সময় ধরে গাড়ি চালিয়ে ক্লান্ত অবস্থান ঘুমিয়ে পড়াতেই এ মারাত্মক দুর্ঘটনার শিকার হয় পবনদীপের গাড়িটি। 

'ইন্ডিয়ান আইডল' জয়ী পবনদীপ আহত

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পবনদীপের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ওই গড়ির তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। দুর্ঘটনার দিন হাসপাতাল থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় বাম হাতে এবং ডান পা জখম হয়েছে।
 
হাসপাতাল সূত্র জানিয়েছে পবনদীপের শরীরের একাধিক হাড় ভেঙেছে। দূর্ঘটনার পর এক বিবৃতিতে কণ্ঠশিল্পীর টিম জানিয়েছে, “পবনদীপ এখন অনেকটা ভালো আছেন।”

Pawandeep-ezgif.com-webp-to-jpg-converter_20250505_161051814

বলে রাখা ভালো, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চম্পাবত জেলার ছেলে পবনদীপ। পরিবার থেকে গানের হাতেখড়ি। তার মা সরোজ রাজন, বাবা সুরেশ রাজন এবং বোন জ্যোতিদীপ রাজন বিখ্যাত কুমাওনি লোকসঙ্গীতশিল্পী। 

গ্রেফতার হয়েছেন নেহা কক্কর?

ইন্ডিয়ান আইডল জেতার আগে, পবনদীপ ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া’ জিতে ছিলেন। সেখানে তিনি ভারতে প্রখ্যাত সংগীতশিল্পী শানের দলের প্রতিযোগী ছিলেন। এছাড়াও পবনদীপ মাত্র ২ বছর বয়সে সর্বকনিষ্ঠ তবলা বাদকের পুরস্কারও জিতেছিলেন।

ইএইচ/