বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গ্রেফতার হয়েছেন নেহা কক্কর?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলিউড গায়িকা নেহা কক্করকে, শিল্পীর চোখে জল— এরকম ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তারপর থেকে গুঞ্জন, তবে কি গ্রেফতার হয়েছেন নেহা? ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে জানা গেছে নেহার যে গ্রেফতারের ছবি সমাজমাধ্যমে ছড়িয়েছে তা নকল। এআই দ্বারা নির্মিত। প্রযুক্তির বিড়ম্বনায় যেন নাজেহাল তারকারা। তব এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে নেটিজেনদের মধ্যে। কেউ দুঃখপ্রকাশ করেছেন, কেউ আবার উচ্ছ্বসিত। তবে নেহা কোনো মন্তব্য করেননি এ নিয়ে।


বিজ্ঞাপন


যদিও বিতর্ক ছায়াসঙ্গী নেহার। কখনও শোনা গেছে তার বিবাহবিচ্ছেদের কথা, কখনও আবার শোনা যায় গায়িকা অন্তঃসত্ত্বা। শেষতক কোনোটাই সত্যি হয়ে ধরা দেয়নি।

একবার সামাজিক মাধ্যমে রোহনের সঙ্গে একাধিক ছবি প্রকাশ করে গুঞ্জনে জল ঢালেন নেহা। একাধিক ছবির একটিতে দেখা যায়, নেহার গালে আদুরে চুমু এঁকে দিচ্ছেন রোহান। অন্যদিকে নেহা ছিলেন হাস্যোজ্জল। বরাবরের মতো এবারও তাকে ঘিরে গুঞ্জন মিথ্যা হয়েই ধরা দিল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub