সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ইন্ডিয়ান আইডল’ জয়ী পবনদীপ আহত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

‘ইন্ডিয়ান আইডল’ জয়ী পবনদীপ আহত

‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’ জয়ী গায়ক পবনদীপ রাজন আজ সোমবার (৫ মে) ভারতের আহমেদাবাদে সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন। এদিন ভোর ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন । ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।    

ইন্ডিয়ান আইডলে প্রথম বাঙালি চ্যাম্পিয়ন, কত লাখ রুপি পেলেন পুরস্কার?


বিজ্ঞাপন


ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছেন। তার বাম পা এবং ডান হাতে আঘাতের কিছু অংশও দেখা গেছে ওই ভিডিওতে। আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা পবনদীপের দ্রুত আরোগ্য কামনা করছেন গায়কের অনুসারীরা। 

Goulashing_in_Eastern_Europe_(32)

তবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। ভিডিওতে যতটুকু দেখা গেছে তাতে বোঝা যাচ্ছে গায়কের শারীরিক অবস্থা বেশ গুরুত্বর।

বলে রাখা ভালো, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চম্পাবত জেলার ছেলে পবনদীপ। পরিবার থেকে গানের হাতেখড়ি। তার মা সরোজ রাজন, বাবা সুরেশ রাজন এবং বোন জ্যোতিদীপ রাজন বিখ্যাত কুমাওনি লোকসঙ্গীতশিল্পী। 


বিজ্ঞাপন


বোহেমিয়ান বক্সারের গল্প 'খালিদ'

ইন্ডিয়ান আইডল জেতার আগে, পবনদীপ ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া’ জিতে ছিলেন। সেখানে তিনি ভারতে প্রখ্যাত সংগীতশিল্পী শানের দলের প্রতিযোগী ছিলেন। এছাড়াও পবনদীপ মাত্র ২ বছর বয়সে সর্বকনিষ্ঠ তবলা বাদকের পুরস্কারও জিতেছিলেন।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর