বিনোদন ডেস্ক
০৫ মে ২০২৫, ০৫:৩৭ পিএম
ভারতের আলোচিত-সমালোচিত রিয়েলিটি শো ‘হাউস অ্যারেস্ট’-এর বিরুদ্ধে যৌন সুড়সুড়ি দিয়ে দর্শক বাড়ানোর অভিযোগ তোলেন নেটিজেনরা। তুমুল বিতর্কের মুখে ওই শোয়ের সম্প্রচার বন্ধ করতে বাধ্য হন অভিনেতা এজাজ খান।
বিতর্ক এবং এজাজ যেন একে-অপরের সমার্থক। এবার অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার (০৪ মে) মুম্বাইয়ের চারকোপ থানায় এই অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন এক অভিনেত্রী। অভিযোগের নথিতে তিনি উল্লেখ করেছেন, রিয়েলিটি শো ‘হাউস অ্যারেস্ট’-এ উপস্থাপনার অনুরোধ জানিয়েছিলেন এজাজ খান। এরপর দীর্ঘ কাজের সূত্রতায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে দুইজনের মধ্যে।
অভিনেত্রী অভিযোগ, ধর্ম পরিবর্তন করে বিয়ে করার প্রতিশ্রুতি দেন অভিনেতা। দুইজনের ইচ্ছাতে ভালো সম্পর্কে চলছিল। কিন্তু গত ২৫ মার্চ অভিনেত্রীর বাড়িতে আসেন এজাজ। তখন অভিনেত্রী বাড়িতে একাই ছিলেন। অভিনেত্রীর বাড়িতে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিনেত্রী
এর আগে ২০২১ সালে মাদককাণ্ডে দুইবছর হাজতবাস হয়েছিল। ‘হাউস অ্যারেস্ট’ শো ঘিরে বিতর্ক তুঙ্গে! এ শোয়ের অশ্লীল কন্টেন্টের ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া। শিব সেনা, বজরং দল থেকেও এজাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ইএইচ/