রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিনেত্রী 

পূজা বেদীর নাম শুনলেই নড়েচড়ে বসেন সবাই। নতুন কোনো বিতর্কিত কর্মকাণ্ডের আভাস পেতে নেন প্রস্তুতি। তবে এবার নিজেই বিপাকে অভিনেত্রী। ধর্ষণ মামলায় রেহাই পাচ্ছেন না তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ছয় বছর আগের একটি ধর্ষণের ঘটনায় জামিন মেলেনি পূজার। পুলিশ সূত্রে খবর, অভিনেতা কর্ণ ওবেরয়ের বিরুদ্ধে এক নারী জ্যোতিষীকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। পরে মামলা তুলে নেওয়ার জন্য হুমকিও দেওয়া হয় কর্ণের তরফে। 

Untitled-design-2021-10-18T075127.710

ওই সময় পূজা নিজের বাড়িতে সাংবাদিকদের ডাকেন বলে দাবী ধর্ষিতার। সেখানে নির্যাতিতার পরিচয় প্রকাশ করে দেন পূজা, অন্বেষী জৈন, চৈতন্য ভোঁসলে, ভারকে পটানি, গুরবাণী ওবেরয়, শেরিন ভার্গেস, সুধাংশু পাণ্ড্য এবং দীনেশ তিওয়ারি। ধর্ষণ মামলায় নির্যাতিতার পরিচয় প্রকাশ ভারতীয় আইন অনুযায়ী অপরাধ।

ধর্ষণের ঘটনায় ২০১৯ সালে দায়ের করা হয় মামলা। ছয় বছর পেরিয়ে গেলেও মামলা থেকে রেহাই পেলেন না পূজা। গতকাল সোমবার দায়রা আদালত মামলাটি বহাল রাখার নির্দেশ দিয়েছেন। বিচারক জানিয়েছেন, পূজাসহ আট জনের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তাই মামলা খারিজ করার প্রশ্নই উঠছে না।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর