images

বিনোদন

দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে: বিজয় 

বিনোদন ডেস্ক

০৪ মে ২০২৫, ১২:৪৫ পিএম

বলিউড বাদশা শাহরুখ খান অন্যদিকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন দুই তারকার সিনেমা মানে পর্দায় ধামাকা আর দর্শকদের মাঝে উচ্ছ্বাস। রোমান্স, অ্যাকশান চরিত্রে অভিনয় দেখে চোখ সরানো দায়। তবে যদি ভারতের দুই সুপারস্টার একই সিনেমায় স্কিন ভাগ করেন, কেমন হবে তাহলে?

শাহরুখ খান এবার খলনায়ক

দীর্ঘদিন ধরেই আলোচনায় আছে প্যান ইন্ডিয়া সিনেমা নির্মাণের কথা। সাম্প্রতিক সময়ে দক্ষিণী সিনেমা রীতিমতো রাজত্ব করছে ভারতীয় বক্স অফিসে। তবে বলিউডও তাদের খরা কাটিয়ে ছন্দে ফিরছে। সম্প্রতি বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজনের দেয়াল ভেঙে দিয়ে একত্রে কাজ করার কথা বললেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত বিজয় দেবেরাকোন্ডা। 

bijoy_1

ওই অনুষ্ঠানে পরিচালক ও প্রযোজক করণ জোহরের উদ্দেশ্যে বিজয় বলেন, ‘শাহরুখ খান এবং আল্লু অর্জুন— যদি তারা একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটা শুধু একটা ছবি হবে না, সেটা হবে একতা, উদযাপন আর শক্তির প্রতীক।’

বিপাকে আল্লু অর্জুন, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত 'পুষ্পা' পরিচালকের!

তিনি যোগ করেন ‘দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে’— বিজয়ের বক্তব্যে উঠে এল এমনই ভাবনা। তার মতে, ‘ভারতীয় ছবির এখন দরকার একটা ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলতে।’

bijoy

শাহরুখের সর্বশেষ ছবিগুলোর মধ্যে ‘জাওয়ান’,‘পাঠান’ ১০০০ কোটি রুপি ব্যবসা করেছে। আর ‘পুষ্পা টু’ সিনেমা হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছে। দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, সেটাই তুলে ধরেন বিজয়। বলেন, ‘এই ধরনের কোল্যাবরেশন শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ’।

প্রেমিক নিয়ে সমুদ্র সৈকতে রাশমিকা

এদিকে কয়েকদিন আগে গুঞ্জন ওঠে দক্ষিণী সিনেমায় ফের অ্যান্টিহিরো চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাকে। ‘পুষ্পা’ সিনেমার পরিচালক সুকুমার পরিচালিত এ ছবিতে গ্রামের মেঠো চরিত্রে দেখা যাবে শাহরুখকে। গ্রামের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় ‘অ্যান্টিহিরো’র চরিত্রে অভিনয় করবেন তিনি। তার সঙ্গে থাকবেন ‘পুষ্পারাজ’ খ্যাত আল্লু অর্জুন। 

bijoy_2

বলে রাখা ভালো, ‘পুষ্পা’ দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এবার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করবেন আল্লু। 

বিজয়কে ভুলে নতুন প্রেমে মজেছেন রাশমিকা

২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ অভিনীত তিনটি সিনেমা। এর মাঝে কেঁটে গেছে দুই বছর। এবার নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে। এ বছর ব্যস্ত থাকবেন তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। জানা গেছে, আগামী ১৮ মে থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। 

ইএইচ/