শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রেমিক নিয়ে সমুদ্র সৈকতে রাশমিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

প্রেমিক নিয়ে সমুদ্রসৈকত রাশমিকা

বলিউড পাড়ায় ওপেন সিক্রেট প্রেম করছেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। এবার সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন তারকা জুটি। গত দুইদিন আগে ৫ এপ্রিল ২৯-এ পা রেখেছেন ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী।

‘পুষ্পা ২’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে জুতা হজম আল্লু-রাশমিকার


বিজ্ঞাপন


জন্মদিনে বেশ ফুরফুরে মেজাজেই আছে তিনি। প্রেমিকের সঙ্গে জন্মদিন উৎযাপন করতে পাড়ি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে দেশ ওমানের সমুদ্রসৈকত। ঘুরে বেড়ানোর কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের উদ্দেশে। ছবিতে দেখা গেছে সমুদ্রের মাঝ থেকে ভেসে ওঠা সূর্যের আলো অভিনেত্রীর মুখ ছুঁয়ে গেছে।

Rashmika

অভিনেত্রীর ছবি প্রকাশ্যে আসতে প্রশ্ন উঠেছে জন্মদিনের সময় কাকে সঙ্গে নিয়ে সমুদ্রসৈকত ঘুরছেন রাশমিকা। সেই প্রশ্ন দীর্ঘ হতে দেননি অভিনেতা বিজয়। অভিনেত্রীর পোস্টের একদিন পরেই সমুদ্রসৈকতের কিছু ছবি শেয়ার করেছেন বিজয়। যা দেখে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন তারকা জুটির ভক্তরা।

বিয়েতে না, লিভ ইন করবেন রাশমিকা-বিজয়সো


বিজ্ঞাপন


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা  ছবি দেখা অনুরাগী মনে করছেন, একই জায়গায় রয়েছেন দুইজন। রাশমিকার জীবনের বিশেষ দিনটা প্রেমিকের সঙ্গেই কাটাচ্ছেন। এবার ভক্তদের মনে নতুন প্রশ্ন এ সময়ের জনপ্রিয় জুটি কবে বিয়ের পিঁড়িতে বসছেন?  

20250406142614_vijay-rashmika-ezgif.com-avif-to-jpg-converter

বিজয়ের পোস্টে দেখা গেছে, অভিনেতার পরনে সাদা রঙের ঢিলেঢালা শার্ট ও প্যান্ট। মুখ ভর্তি দাড়ি। ছোট ছোট চুল। একেবারে অন্য রকম লুকে ভক্তদের চমক দিলেন অভিনেতা।

বয়স যত বাড়ছে জন্মদিন উদযাপন তত বেশি উপভোগ করছি: রাশমিকা

বলে রাখা ভালো, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেত্রীর  ‘সিকান্দার’। এছাড়া সম্প্রতি বছর গুলোতে ‘পুষ্পা ২’, ‘ছাওয়া’, প্রতিটি ছবিতেই নজর কেড়েছেন অভিনেত্রী।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর