বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম
আসন্ন কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘নীলচক্র’র ১৯ সেকেন্ডের একটি ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেতা আরিফিন শুভর নতুন লুক ঝড় তুলেছে দর্শকমহলে। সিনেমাপ্রেমীরা অধির আগ্রহে অপেক্ষায় আছেন কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা।
কৌতূহলে রাখতে আমার খুব ভালো লাগে: মন্দিরা চক্রবর্তী
সেই ঝড়ে এবার হাওয়া দিল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। জানা গেছে, সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন নীলচক্র সিনেমাটি।

প্রযুক্তির কল্যাণে নতুন প্রজন্ম যেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনি পা দিচ্ছে নানান ফাঁদেও। সে গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। ‘নীলচক্র’ ছবির চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।
প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি প্রসঙ্গে নির্মাতা মিঠু খান বলেন, ‘আগেই ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে তখন ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি। এবার আমরা ঈদের জন্য প্রস্তুত হচ্ছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা নামব।’
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। মিঠু খানের পরিচালনায় অভিনেতার বিপরীতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে।
সবসময় চাইতাম প্রথম ছবি অন্যরকম হোক: মন্দিরা চক্রবর্তী
ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।
ইএইচ