বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফিরছেন আরিফিন শুভ, ঝলকেই দেখালেন চমক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

ফিরছেন আরিফিন শুভ, ঝলকেই দেখালেন চমক

আসন্ন কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘নীলচক্র’ দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। পরিচালক মিঠু খানের পরিচালনা করছেন অভিনেতার বিপরীতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তী। 

রাজউকের ১০ কাঠার সেই প্লট হারাচ্ছেন আরিফিন শুভ


বিজ্ঞাপন


সর্বশেষ বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গিয়েছিল আরিফিন শুভকে। দেশের পট পরিবর্তনের পর বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি। গত বছর মায়ের মৃত্যু। স্ত্রী সঙ্গে বিচ্ছেদের পর একাকীত্ব ও মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেতা। 

Arifin_3

এবার হঠাৎই অ্যাকশন লুকে হাজির হয়ে চমকে দিলেন অভিনেতা। বৃহস্পতিবার রাতে ১৯ সেকেন্ডের সেই ঝলক রীতিমতো ঝড় তুলে দিয়েছে নায়কের ভক্তদের মনে। অভিনেতা যে প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন তা স্পষ্ট।

মায়ের শাড়িতে ঈদের পাঞ্জাবি বানিয়েছেন আরিফিন শুভ


বিজ্ঞাপন


প্রযুক্তির কল্যাণে নতুন প্রজন্ম যেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনি পা দিচ্ছে নানান ফাঁদেও। সে গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। ‘নীলচক্র’ ছবির চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। 

Arifin_1

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির, এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। 

১৯ সেকেন্ডের অ্যাকশনে সরগরম সোশ্যাল মিডিয়া। ভিডিওর মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। মন্তব্যের ঘরে একজন অনুরাগী লিখেছেন, ‘ভালো কামব্যাক হতে চলেছে আরিফিন শুভ'র।’ এছাড়া মন্তব্যঘরে নায়ককে 'শুভকামনা' জানিয়েছেন অনুরাগীরা। 

Arifin_4

প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি প্রসঙ্গে নির্মাতা মিঠু খান বলেন, ‘আগেই ছবিটি মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে তখন ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি। এখন সে কাজ শেষ। এর মধ্যে সেন্সর ছাড়পত্রও হাতে এসেছে। এখন আমরা পুরোপুরি প্রস্তুত।’

নতুন মিশনে আরিফিন শুভ

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ। 

ইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর