বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

সবসময় চাইতাম প্রথম ছবি অন্যরকম হোক: মন্দিরা চক্রবর্তী

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

সবসময় চাইতাম আমার প্রথম ছবি অন্যরকম হোক: মন্দিরা চক্রবর্তী
কথায় আছে নায়িকার হাসিতে দুলে ওঠে রূপালি পর্দা। এমন নায়িকার আজকাল বড় আকাল। সেই অভাব মেটাতেই যেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের হাত ধরে ঢালিউডে নাম লেখালেন মন্দিরা চক্রবর্তী। দেখলেই বলতে ইচ্ছা করে— এতদিন কোথায় ছিলেন। পর্দায় সেলিমের ‘কাজলরেখা’ হয়েছেন এই লাস্যময়ী। পাচ্ছেন বেশ প্রশংসা। ঢাকা মেইলের সঙ্গে কথোপকথনে উঠে এলো তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক।

 ‘কাজলরেখা’ হয়ে বেশ প্রশংসা পাচ্ছেন। ছবিটি মুক্তির আগে কি এমন প্রত্যাশা ছিল? 


বিজ্ঞাপন


মানুষ যে ‘কাজলরেখা’ পছন্দ করবে এই প্রত্যাশা ছিল। কারণ এটি একটি ভিন্নধর্মী সিনেমা। আবহমান বাংলার গল্প। দর্শকের যেরকম সাড়া পাচ্ছি তাতে বেশ ভালো লাগছে।

434169570_1044309084101961_8285550147923233101_n

এবার ঈদের ছবির মাধ্যমে পাঁচ অভিনেত্রীর অভিষেক হয়েছে ঢালিউডে। তাদের মধ্যে আপনাকে সেরা সংযোজন বলা হচ্ছে। এ নিয়ে আপনার মন্তব্য কী?

এটা দর্শকের হাতে। তারা দেখছেন, বিচার বিবেচনা করছেন। আমার বলার কিছু নেই। তাছাড়া সবার কাজ আমি দেখিওনি। এটি আমার প্রথম ছবি। যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। এখন কে সবচেয়ে ভালো করেছে সে বিচারভার দর্শকের হাতে ছেড়ে দিচ্ছি।


বিজ্ঞাপন


প্রথম ছবি নাচ-গানে ভরপুর হবে, পুরোপুরি বানিজ্যিক ধারার হবে এমন প্রত্যাশা নবাগতদের থাকে। আপনি সে পথে হাঁটেননি। তবে কি ক্যারিয়ার নিয়ে আপনার পরিকল্পনা অন্যদের চেয়ে আলাদা? 

হ্যাঁ, সত্যি বলতে ক্যারিয়ার নিয়ে আমার চিন্তা ভাবনা একেবারেই আলাদা। শুরু থেকেই চাইতাম আমার প্রথম ছবি অন্য রকম হোক। অন্য ঘরানার হোক। যেরকম চেয়েছি সেরকমই হয়েছে।

426593096_1009463337586536_2078357878432497594_n

গল্প নির্ভর সচরাচর হয় না। কিন্তু আপনি যদি এরকম কাজ করতে চান সেক্ষত্রে ক্যারিয়ারে কী ছন্দ থাকবে? 

সিনেমা যখন রিলিজ হয়নি তখন অনেকে বলেছিলেন এটি ঈদের সিনেমা নয়। কিন্তু সিনেমা মুক্তি পেয়েছে। দুই সপ্তাহ ধরে চলছে। মানুষ দেখছে ‘কাজলরেখা’। অধিকাংশ শো-ই হাউজফুল যাচ্ছে। মানুষের এই প্রতিক্রিয়া থেকে আমার মনে হচ্ছে ধারণাটি বদলে গেছে। কোনটা কোন ধরনের সিনেমা এই ধারণা পাল্টে গেছে। দর্শকের যেটা ভালো লাগছে সেটাই দেখছেন। 

নায়িকা নাকি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান নিজেকে? 

নায়িকা হিসেবে কীভাবে প্রতিষ্ঠিত হতে হয় ঠিক জানি না। তবে আমার মনে হয় অভিনয় করেই মিডিয়ায় টিকে থাকতে হয়। অভিনয়শিল্পী হয়েই থাকতে চাই। পাকাপোক্ত করতে চাই নিজেকে। 

435890560_1053493363183533_3726311477684903515_n

মুক্তিপ্রতিক্ষীত ‘নীলচক্র’ ছবিটি নিয়ে কিছু বলুন

কাজলরেখা ৪০০ বছর আগের গল্প। সেখানে আমাকে ভিন্ন একটি লুকে দেখা গেছে। ‘নীলচক্র’ তা না। এটা এই প্রজন্মের গল্প। আমাকে একজন নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে। আশা করছি সবার ভালো লাগবে। 

ঢালিউডের কোন তারকার সঙ্গে কাজ করার স্বপ্ন রয়েছে? 

আমি সবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই। ভালো ভালো যারা আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে। তাদের সবার সঙ্গে কাজ করতে চাই।

329039549_485538993601322_3167259731907273260_n

বিশেষ করে নবাগতাদের মধ্যে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার ইচ্ছা প্রবল। আপনারও কি তাই? 

আমার ইচ্ছাও অন্যদের চেয়ে আলাদা না। ওনার সঙ্গে কাজ করতে চাই। ভবিষ্যতে যদি সুযোগ আসে এবং সেটি যদি মনে হয় আমার ক্যারিয়ারের জন্য ভালো তাহলে অবশ্যই করব। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর