বিনোদন ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ০২:০২ পিএম
চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের বিভিন্ন রূপে পর্দায় হাজির হতে হয়। করতে হয় বিভিন্ন দৃশ্যে অভিনয়। তবে সেসব দৃশ্যে ক্যামেরার সামনে সব সময় যে স্বাচ্ছন্দ্যবোধ করেন তা কিন্তু না। সেরকম হয়েছিল বলিউড অভিনেত্রী দিয়া মির্জার সঙ্গে। ধর্ষণ দৃশ্যে অভিনয়ের সেই তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমকে দিয়া বলেন, “মনে আছে ধর্ষণের দৃশ্যের শুটিং। খুব কঠিন ছিল। শুটিং হয়ে যাওয়ার পরে আমার সারা শরীর কাঁপছিল। বমিও হয়েছিল, মনে আছে। পুরো দৃশ্যের শুটিং-এর পরে অসুস্থ বোধ করছিলাম। শারীরিক ভাবে ও মানসিক ভাবে এই দৃশ্য এমনই বেদনাদায়ক ছিল। ধর্ষণের দৃশ্যের তীব্রতা সাংঘাতিক। অনুভব করা যায় সেটা।”

এরপর বলেন, হিমাচল প্রদেশে শুটিং হয়েছিল এই ছবির বেশির ভাগ দৃশ্যের। দিয়ার কথায়, “বেশ কিছু কঠিন মুহূর্ত ছিল এই ছবির শুটিং-এ। খুব সুন্দর পরিবেশে শুটিং করছিলাম আমরা। হিমাচলে ৩৬০ পাতার চিত্রনাট্যের শুটিং আমরা ৪৫ দিনে শেষ করেছিলাম। তাই শুটিং-এর মাঝে মাত্র ১৫-১৮ মিনিট বিরতি পেতাম। খুবই কঠিন ছিল সবটা। তবে এই ধরনের গল্প সচরাচর বলা হয় না। তাই এই সিরিজ় বা ছবি আমাদের কাছে একটি জয়।”
২০১৯ সালে ‘কাফির’ নামের এক ওয়েব সিরিজে অভিনয় করেন দিয়া। যেটি পরে দিনেমা হিসেবে মুক্তি দেওয়া হয়। এতে নিরীহ পাকিস্তানি নারীর চরিত্রে ছিলেন দিয়া। এই চরিত্র করতে গিয়েই ধর্ষণ দৃশ্যে কাজের অভিজ্ঞতা হয় অভিনেত্রীর।