বলিউড তারকা শাহিদ কাপুর ও কারিনার কাপুরের হৃদয়ঘটিত সম্পর্কের কথা জানেন না এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। বি-টাউনের আলোচিত প্রেম ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত সাতপাকে বাঁধা পড়েননি তারা। কিন্তু কেন ভেঙে যায় দুই তারকার সম্পর্ক?
বিজ্ঞাপন
২০০৪ সালে ‘ফিদা’ ছবির সেটে পরিচয় তাদের। এ ছবিতে কাজের কিছুদিন আগেই হৃতিক রোশনের সঙ্গে বিচ্ছেদ হয় কারিনা কাপুরের। ওই ছবিতে অভিনয়ের সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। পর্দায় তাদের রসায়ন দেখে বলি পাড়ায় খবর ছড়ায় খুব শিঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন তারকা জুটি!

তারকা জুটির সম্পর্কের কথা জানলে অভিনেত্রীর মা প্রথমে আপত্তি জানালেও পরে তাদের সম্পর্কে মেনে নিয়েছিলেন। তখন বলিউডের ঘনিষ্ঠদের কারিনা জানিয়েছিলেন, তিনি শহীদকে বিয়ে করবেন।
বিজ্ঞাপন
তবে বেশিদিন টেকেনি তাদের প্রেমের সম্পর্কে। এরপর সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। শাহিদও নিজেকে বেঁধেছেন মিরার আঁচলে। তারকা জুটির প্রেমের বিচ্ছেদের পর দুই তারকার কেউই মুখ খোলেননি কোনো দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘ভেবেছিলাম “টাশান” আমার ক্যারিয়ার বদলে দেবে। কিন্তু হলো ঠিক উল্টো। “জাব উই মিট” আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। আর “টাশান” আমার জীবন।’

ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘শহীদ আমাকে বলে, তুমি এই চিত্রনাট্যটা শোনো, মেয়ের (গীত) চরিত্রটা অসাধারণ এবং তোমার এটা করা উচিত। ওর কথাতেই শেষমেশ রাজি হয়ে এই ছবিটা আমরা দুজনে করে ফেলেছিলাম। কিন্তু ব্রেকআপ? অবশ্যই ভাগ্য সেটাই ঠিক করে রেখেছিল, জীবন সেই ছন্দেই এগিয়েছিল। এই ছবিটা এবং “টাশান”-এর মধ্যবর্তী সময়ে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে...আমরা দুজনেই ভিন্ন রাস্তা বেছে নিয়েছিলাম।’
প্রাক্তন শাহিদ কাপুরকে বুকে টেনে নিলেন কারিনা
শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর তাদের ব্যক্তিগত সম্পর্ক ঠেকেছিল তলানিতে। তবে পরে জানা যায়, অভিনেতার সঙ্গে প্রেম চলাকালিন সময় লুকিয়ে সাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন কারিনা। সেই কথা জানার পার কারিনার সঙ্গে সম্পর্ক রাখতে চাননি শহীদ।

দীর্ঘদিনের ক্ষত ভুলে চলতি বছর আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার অনুষ্ঠানে শাহিদকে বুকে জড়িয়ে ধরেন কারিনা। এর আগে দুইজনকে কখনও একসঙ্গে দেখা যায়নি।
ইএইচ/

