বিনোদন ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম
বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় দিয়ে রাজ করছেন দর্শকদের হৃদয়ে। অভিনয় তারকাদের মধ্যে সর্বচ্চ অর্থের মালিক। অভিনেতার বিলাসবহুল জীবনযাপন নিয়ে ভক্তদের বাড়তি আগ্রহ। ভারতসহ পৃথিবীর বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিলাসবহুল বাড়ি।
'বড় রোগে আক্রান্ত সালমান, দিন ফুরিয়ে আসছে শাহরুখের'
সম্প্রতি বান্দ্রার বাড়ি মান্নাত ছেড়ে মুম্বাইয়ের পালি হিলের বসবাস শুরু করেছেন অভিনেত্রী। মান্নাতের দৃষ্টিনন্দন কারুকার্য দেখতে ভিড় জমান শাহরুখ ভক্তরা। ভারত ছাড়া দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়াসহ একাধিক শহরে বাড়ি রয়েছে।

যুক্তরাষ্ট্র্র্রের লস অ্যাঞ্জেলসে তার যে বাড়ি রয়েছে, সেটি ভাড়া দেন শাহরুখ। অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। আপনিও চাইলে ভাড়া নিতে পারবেন সে বাড়ি। তবে প্রতিরাতের জন্য কত টাকা গুনতে হবে?
শাহরুখের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী, জ্যোতিষীর 'ভণ্ডামি' ফাঁস নায়িকার
এই বাড়ি সাদা ও বেজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে রয়েছে বিরাট সোফা। একপাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির দেওয়াল সজ্জিত দামি আয়নায়। রয়েছে তাকলাগানো সব ঝাড়বাতি। এছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল।

এ বাড়িতে থাকার জন্য প্রতি রাতের জন্য ভাড়া গুনতে হবে ১ লক্ষ ৯৬ হাজার রুপি, যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৮০ হাজারের মতো।
শাহরুখের মাথায় বন্দুক ধরে টেনেহিঁচড়ে নেওয়া হয় শুটিং থেকে
এদিকে শাহরুখের ‘মান্নাত’-এর অন্দরসজ্জা একেবারে বদলে যাবে। সে জন্য আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলের বাড়িতে থাকবে খান পরিবার। অভিনেতাকে প্রতি মাসের জন্য ভাড়া গুনতে ২৫ লাখ রুপি।
ইএইচ/