শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

শাহরুখের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী, জ্যোতিষীর ‘ভণ্ডামি’ ফাঁস নায়িকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

loading/img

৬৭ বছর বয়সে মারা যাবেন শাহরুখ খান—  ভবিষ্যদ্বাণী করে বিপাকে সুশীল কুমার সিংহ। শাহেনশাহর ভক্তরা তুলোধুনো করছেন তাকে। এবার পড়লেন নায়িকার আক্রোশে। তার ভণ্ডামির উদাহরণ দিলেন শাহরুখের সিনেমার নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই জ্যোতিষীকে শুধু অভিশাপ দিয়েই ক্ষান্ত হননি সুচিত্রা। নিষিদ্ধের জোর দাবি জানিয়েছেন। পাশপাশি ওই জ্যোতিষীর ভণ্ডামির গল্পও শুনিয়েছেন। সুচিত্রার জন্ম মাস নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন তিনি। নভেম্বর হলেও জ্যোতিষী সুশীলের জ্যোতিষশাস্ত্র জানিয়েছিল তার জন্ম মার্চে।

1606623573_5fc321559a76b_suchitra

ক্ষোভ প্রকাশ করে সুচিত্রা বলেন, ‘তাদের চ্যানেল কর্তৃপক্ষ ব্যবহার করেন নিজেদের সুবিধার্থে। আর তারাও ভুলভাল কথা বলে সস্তায় বাজিমাত করেন।’

জ্যোতিষীর কথায় কান না দেওয়ার আহ্বান জানান সুচিত্রা। দাবি করেন আলোচনায় আসতে তারকাদের নিয়ে কথা বলেন তিনি। সেইসঙ্গে তাদের নিয়ে অনুষ্ঠান করা চ্যানেলকেও সতর্ক হতে বলেন। নইলে ভবিষ্যৎ বিপজ্জনক হবে বলে মন্তব্য করেন।

suchitra-krishnamoorthi-on-how-grit-finally-paid-off-in-her-battle-against-hsbc

জ্যোতিষী সুশীল সম্প্রতি এক অনুষ্ঠানে জানান, খুব খারাপ রোগে আক্রান্ত হবেন সালমান খান। শাহরুখের সেসব না হলেও একই বয়সে মৃত্যু হবে তার। ৬৭ বছর বয়সে মারা যাবেন তারা। জ্যোতিষীর দাবি, কোষ্ঠী বিচার করে তিনি এ ইঙ্গিত পেয়েছেন।

এরপর থেকেই সরগরম নেটপাড়া। এবার তাতে যোগ স্বয়ং শাহরুখের নায়িকার। তবে সুচিত্রার সঙ্গে রিলযাত্রা মোটেও দীর্ঘ না কিং খানের। ‘কভি হাঁ কভি না’ নামের একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন