শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

‘বড় রোগে আক্রান্ত সালমান, দিন ফুরিয়ে আসছে শাহরুখের’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

‘বড় রোগে আক্রান্ত সালমন, দিন ফুরিয়ে আসছে শাহরুখের’

বলিউডের দুই মেগা সুপারস্টার শাহরুখ খান ও সালমন খান। এই দুই নামের আগে বিশেষণের প্রয়োজন পড়ে না। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে কোটি কোটি ভক্ত অনুরাগী।

বলি তারকাদের এক ঝলক দেখার জন্য কতই না কান্ডা ঘটিয়ে থাকেন অনুরাগীরা। তবে ভক্তদের জন্য বড় দুসংবাদ। ভারতের এক জ্যোতিষী জানিয়েছে শাহরুখ ও সালমনের দিন ফুরিয়ে আসছে। 


বিজ্ঞাপন


Shahrukh-Khan-and-Salman-Khan-Bigg-Boss-12-1200

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতিষী সুশীল কুমার সিংহ  দাবি করেছেন, ‘বড় রোগে আক্রান্ত সালমন’ ‘দিন ফুরিয়ে আসছে শাহরুখের’। তার এই মন্তব্যের জেরে দুই খানের ভক্তদের তির্যক মন্তব্যের মুখে পড়েছেন স্বঘোষিত জ্যোতিষী।

প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে বাবার জন্য যা করলেন সালমান 

ওই স্বাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০২৫ সাল শাহরুখ ও সালমনের জন্য কেমন হবে। তিনি বলেন, “শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। অন্যদিকে সালমনের খারাপ সময় চলছে এবং আরও তিন বছর এইভাবে যাবে।” 


বিজ্ঞাপন


shah-rukh-khan-and-salman-khan

কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমনের একটি মিল খুজে বার করেছেন তিনি। এ বিষয়ে বলেন, “সালমন খুব শীঘ্রই সালমন বড় অসুখে আক্রান্ত হবেন। এই রোগের নাম নেওয়া যায় না। তবে দু’জনের একটি মিল রয়েছে। ৬৭ বছর বয়সে একই সালে শাহরুখ ও সালমন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।”

এবার হলিউডে সালমান খান, ফাঁস হলো লুক

এখানেই শেষ নয়। সুশীল আরও দাবি করেছেন, সালমন ইতিমধ্যেই মারণব্যাধি রোগে আক্রান্ত। এই রোগ থেকে তিনি কখন সুস্থ হতে পারবেন না। এমনকি জীবনের শেষ দিনগুলি খুব কষ্টে কাটবে তার।

বিমানবন্দর থেকে ধাওয়া করা হয়েছিল সালমানকে

জ্যোতিষীর মন্তব্যে বেজায় চটেছেন খান সাহেবের অনুরাগীরা। তাদের দাবি, কোনো ভালো জ্যোতিষী কারও মৃত্যু দিন প্রকাশ করেন না। মৃত্যু দিন প্রকাশ করা অনৈতিক।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর