বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম
বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরান হাশমি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ২০০৪ সালে অনুরাগ বসুর ‘মার্ডার’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন ইমরান হাশমি। সম্প্রতি জানা গেল অভিনেতার ক্যারিয়ার যখন সফলতা তুঙ্গে তখন ক্যানসারে আক্রান্ত হন অভিনেতার ছেলে আয়েন।
শুটিংয়ে আহত ইমরান হাশমি, গলা থেকে ঝরছে রক্ত
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানান, ‘মাত্র ১২ ঘণ্টায় বদলে যায় তার জীবন। পরিবারের সবাই মিলে দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতার ছেলে। তাড়াহুড়ো করে হাসপাতলে নেওয়া হলে ডাক্তার জানান ক্যানসারে বাসা বেঁধেছে তার শরীরে। ছেলের বিপদের কথা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেতা। সে সময় তার স্ত্রী পাশে থেকে সাহস যুগিয়েছেন।’

সালটা ২০১৪, অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরান। একের পর এক সুপারহিট সিনেমায় ক্যারিয়ার তখন অনন্য উচ্চতায়। একদিনের ব্যবধানে সব স্বপ্ন চুড়মার হয়ে যায় অভিনেতার। মরণব্যাধি ক্যানসার থাবা বসিয়েছে চার বছরের ছোট্ট ছেলে আয়ানের শরীরে। কিডনিতে ক্যানসার ধরা পড়ায় অস্ত্রোপচারে একটা কিডনি বাদ দিতে হয়।
পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা করলেন কৌশানি
আয়ান সুস্থ হয়ে ওঠার পর সেই দিনগুলোর স্মৃতি লিখেছিলেন ‘দ্য কিস অফ লাইফ— হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’ নামে বইয়ে। যেখান তিনি লিখেছেন ছেলের জীবনের বিপদের সময়ে কিভাবে লড়াই করেছেন।

তবে সেই বই কখনও পাতা খুলে দেখেননি অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বইয়ে পাতা খুললেই অতীতের যে ক্ষতের ওপর প্রলেপ পড়েছে সেটাই তাজা হয়ে উঠবে। ছেলের ক্যানসার থেকে মুক্তি পেতে পাঁচ বছর সময় লেগেছিল। সেই দিনের কথা মনে করতে চায় না।’
ইএইচ/