শুটিং সেটে মারাত্মকভাবে আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে এ দশা তার। গলায় গুরুতর আঘাত লেগেছে অভিনেতার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সূত্রের খবর, হায়দরাবাদে ‘ঘোড়চড়ি ২’ নামের একটি ছবির শুটিং করছিলেন ইমরান। অ্যাকশন দৃশ্যের কাজ চলছিল। উঁচু থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন অভিনেতা।

গলায় গুরুতর চোট লাগে তার। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শেষ খবর, সুস্থ আছেন ইমরান। দুর্ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
তবে আহত ইমরানের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যেখানে দেখা যাচ্ছে চোয়ালের ঠিক নীচে রক্ত চুইয়ে পড়ছে। অনেকটা কেটে গিয়েছে। গলার কাছে সাদা ব্যান্ডেজ জড়িয়ে বসে আছেন অভিনেতা।

একসময় পর্দায় নিয়মিত ছিলেন ইমরান। নামের আগে বসেছিল সিরিয়াল কিসার তকমা। এখন আর সেভাবে ধরা দেন না। কাজ করেন অল্প বিস্তর। তাও চরিত্র পছন্দ হলে।

