images

বিনোদন

ঠোঁটে চুমু দিয়ে বলেছিল বাবারা এমনই করে: অঞ্জলি

বিনোদন ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পিএম

images

মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। টেলিভিশন অভিনেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পান "কুলফি কুমার বাজেওয়ালা"- সিরিজে অভিনয়ের মাধ্যমে। অভিনয় করেছেন বলিউড সিনেমাতেও। তবে এই যাত্রা মোটেও সুখকর ছিল না অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দের। বেশ কয়েকবার খারাপ ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাকে।

ভয় পাইনি, ‘জ্বীন ৩’ দেখে বলছেন দর্শক

সম্প্রতি এক স্বাক্ষাৎকারে শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী। বাবার মৃত্যুর পর নৃত্যগুরু সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। অশ্লীলভাবে স্পর্শ করতেন। অভিনেত্রীর কথায়, “নাচ শেখানোর মাঝে মাঝে আমাকে স্পর্শ করার চেষ্টা করতেন। এক দিন হঠাৎ আমার ঠোঁটে চুমু দিয়ে বললেন, ‘বাবারা এমনই করেন’।” 

anjoly022

এরপর দিন দিন অঞ্জলির জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিলেন সেই নৃত্যগুরু। অভিনেত্রী সারাদিন কী করছেন, কোথায় যাচ্ছেন সব খবর রাখতেন তিনি। এমনকি অভিনেত্রীর পরিবারের ওপরেও নিজের আধিপত্য তৈরি করার চেষ্টা করেছিলেন।

সুশান্তের মৃত্যুর ঘটনায় বলির পাঁঠা প্রাক্তন প্রেমিকা রিয়া

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বুঝতে পারছিলাম না, কী করব! তখন আমার বয়স মাত্র আট বছর। বাবার মৃত্যুর পরে তিনি বলতে শুরু করলেন, ‘আমিই তোমার বাবা’। আমি তার কথা বিশ্বাস করেছিলাম, কারণ আমার কাছে অন্য কোনো উপায় ছিল না।”

anjoly028

এই নৃত্যগুরুর হাত থেকে নিজেকে মুক্তি করতে অনেকগুলো বছর পার করতে হয়েছে অভিনেত্রীকে। তিনি জানিয়েছেন, তার প্রথম প্রেমিক নৃত্যগুরুর হাত থেকে বের হতে সাহায্য করেছিলেন।

‘বরবাদ’ সর্বশ্রেষ্ঠ সিনেমা, বলছেন দর্শক 

বলে রাখা ভালো, করণ জোহর পরিচালিত ধর্মা প্রোডাকশনের চলচ্চিত্র  ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীর সিংহের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জলি। এরপর ‘ডাব্বা কার্টেল’ ও ‘ঢাই কিলো প্রেম’ ছবিতে দেখা যায় অভিনেত্রীকে। 

ইএইচ/