images

বিনোদন

মুসলিম বিদ্বেষের অভিযোগ, ‘সিকান্দার’ বয়কটের ডাক 

বিনোদন ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ১২:০৮ পিএম

images

বলিউডে সিনেমা বয়কটের ঘটনা নতুন না। এর আগে শাহরুখ খানের মতো তারকার ছবিও আক্রান্ত হয়েছে। এবার হলেন সালমান খান। ঈদের মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘সিকান্দার’-এর বিরুদ্ধে মুসলিম বিদ্বেষীর অভিযোগ এনে দেওয়া হয়েছে বয়কটের ডাক।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের জনপ্রিয় মুসলিম সমাজকর্মী তথা পেশায় আইনজীবী শেখ ফয়াজ আলম ‘সিকান্দার’-এর ওপর নিষেধাজ্ঞা জারির ডাক দিয়েছেন। তার অনুরোধ, “সিকান্দার’ ছবিটি না দেখে বরং গাজার ত্রাণ তহবিলে সাহায্য করুন। কিংবা মুসলিমদের শিক্ষা, আইন, রাজনীতিতে অর্থ বিনিয়োগ করুন।”

salman-1

তবে ‘সিকান্দার’-এর প্রতি ফয়াজের এরকম আচরণের কারণ সালমান কিংবা সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি। পরিচালক এআর মুরুগাদোসের ওপর ক্ষোভ থেকেই এহেন আচরণ ওই মুসলিম সমাজকর্মীর।

বছরখানেক আগে মুক্তি পায় মরুগাদোসের সিনেমা ‘থুপাক্কি’। ফয়াজের দাবি, ওই ছবিতে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রদর্শন করা হয়েছে। সেই ছবির ওপর ক্ষোভ ঝাড়তেই তিনি ডাক দিয়েছেন সালমানের ‘সিকান্দার’ বয়কটের। 

salman-riisngbd-2503300535

এর আগে বয়কট সংস্কৃতি ছবির ওপর প্রভাব তেমন না ফেওললেও খেসারত ভালোই দিতে হয়েছে সালমানের ‘সিকান্দার’কে। ছবির ৩২ শতাংশ শো কমে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছবিটি তিন দিনে ভারতে ৭৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। তবে বিশ্বব্যাপী তুলেছে শত কোটি রুপি।