images

বিনোদন

বয়স যত বাড়ছে জন্মদিন উদযাপন তত বেশি উপভোগ করছি: রাশমিকা

বিনোদন ডেস্ক

০২ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম

images

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ভক্তরা ভালোবেসে তাকে জাতীয় ক্রাশ বলে ডাকে। তার সরল হাসি অভিনেত্রীর অনুসারীদের মোহিত করে। এবারের ঈদের আগে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুপ্রতীক্ষিত ‘সিকান্দার’  সিনেমা।

নায়িকার যদি সমস্যা না থাকে, আপনাদের সমস্যা কোথায়: সালমান

অল্প সময়ের ফিল্ম ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে এক গুচ্ছ ব্যবসা সফল ছবি। দক্ষিণী অভিনেত্রী হলেও বলিউড ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন। বলিউডের প্রথম সারির তারকদের বিপরীত অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন অপ্রতিরোধ্য অভিনেত্রী হিসেবে। 

rasmika_02

আগামী ৫ এপ্রিল ২৯-এ পা দেবেন। তবে নিজের বয়স যে ইতিমধ্যে ২৯ হয়েছে তা নিজেও বিশ্বাস করতে পারছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না যে আমি ইতিমধ্যেই ২৯-এ পা দিয়েছি।’ 

রাশমিকা, আলিয়ার পর প্রিয়াঙ্কা, ফাঁস হলো অডিও

বয়স যত বাড়তে থাকে জন্মদিনের আনন্দ ততই ফিকে হয়ে আসে। যদিও রাশমিকার তেমন কিছুই হয়নি। তিনি নিজেকে নিয়ে খুশি। তার ভাষায়, ‘এটা আমার জন্মদিনের মাস, আমি খুব আনন্দিত। আমি সব সময় শুনেছি বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। বয়স যত বাড়ছে, জন্মদিন উদযাপন তত বেশি উপভোগ করছি।’ 

29

তিনি যোগ করেন, ‘বিশ্বাসই হচ্ছে না যে আমি ইতিমধ্যেই ২৯-এ পা দিয়েছি। আমি আরও একটা বছর সুস্থ, সুখী এবং নিরাপদে কাটিয়ে দিলাম!’

রাশমিকার বাড়িকে জঙ্গল বানাবে আদুরে অতিথি

বলে রাখা ভালো, গত মার্চ মাসের ২৮ তারিখে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিকান্দার ছবি। রাশমিকা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সালমান খান, কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। ছবিটি পরিচালনা করেছেন  এ আর মুরুগাদোস।  

ইএইচ/