ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রতিবছর প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় প্রিয় অভিনয় শিল্পীদের সিনেমা। এবারের আসন্ন ঈদের আগে ভারতে মুক্তি পাবে বলিউড ভাইজান ও রাশমিকা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। ইতিমধ্যে অন্তর্জালে মুক্তি ছবির ট্রেলার। তবে আলোচনা ছাপিয়ে সমালোনায় সরগরম নেটদুনিয়া।
বিজ্ঞাপন
অভিযোগ ওঠেছে ঢালিউড অভিনেতা শাকিব খানকে নকল করার। পাশাপাশি নায়ক-নায়িকার বয়স নিয়েও ট্রোল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে স্যুগার ড্যাডি বলেও কটাক্ষ করেছেন বলিউড ভাইজানকে। এবার সমালোচকদের এক হাত নিলেন বলিউড সুপারস্টার।
গত রোববার (২৩ মার্চ) মুম্বাইয়ে ‘সিকন্দর’ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন সিনেমার টিম সদস্যরা। অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতার বাবা সেলিম খানও। ট্রেলার লঞ্চ শেষে সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সালমান। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদের বয়সের ব্যবধান নিয়ে ট্রোলিং প্রসঙ্গে কথা বলতে শোনা গেছে বলিউড ভাইজানকে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘অনেকেই বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন। কেন অল্পবয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি? মাঝে মাঝে কিছু বিষয় এতটাই বিরক্তিকর হয়ে যায় যে আমি ৬-৭ রাত ঘুমতে পারি না।’
তিনি যোগ করেন , ‘সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকেই আমার পেছনে পড়ে গেছে। আমার আর নায়িকার মধ্যে ৩১ বছর বয়সের ব্যবধান নিয়ে সবাই কথা বলতে ব্যস্ত। তবে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে। ওর বাবারও যদি কোনো সমস্যা না থাকে। তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব।’
প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে বাবার জন্য যা করলেন সালমান
এই ছবিতে ‘লার্জার দ্যান লাইফ’ অ্যাকশন অবতারে দেখা যাবে অভিনেতাকে। মুম্বাই ধ্বংসকারি র্যাকেট নির্মূল করার মিশনে ঘিরেই ছবিটি আবর্তিত হয়েছে। এতে অভিনেতার বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে।
বলে রাখা ভালো, ‘সিকান্দার’ ছবিতে সালমান-রাশমিকা ছাড়াও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।
ইএইচ/