কয়েকদিন হলো নতুন অতিথির আগমন বার্তা জানিয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি শুরু হয়েছে ক্যাটরিনা কাইফের মা হওয়া নিয়ে গুঞ্জন। এরইমধ্যে জানা গেল, দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানার ঘরে নতুন অতিথি এসেছে।
তবে মা হননি রাশমিকা। অতিথি হিসেবে তার ঘরে এসেছে একটি বিড়াল। নাম রেখেছেন স্নো। আজকাল স্নোকে নিয়ে আদিখ্যেতার শেষ নেই তার। তাকে ঘিরেই এই অভিনেত্রীর যত পরিকল্পনা।
বিজ্ঞাপন
নেট দুনিয়ায় স্নোর একটি ভিডিও প্রকাশ করেছেন রাশমিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আগামী তিন বছরে আমার বাড়ি একটা ছোট জঙ্গলে পরিণত হবে।’
ভিডিওটি দেখে রাশমিকার অনুরাগীরাও বেশ প্রসন্ন। তারা প্রশংসায় ভাসাচ্ছেন প্রিয় তারকাকে। লাইক, কমেন্টে ভরিয়ে দিচ্ছেন সেই পোস্ট। ফলস্বরূপ ভিডিওটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
সম্প্রতি দক্ষিণী সিনেমার গণ্ডি ছাড়িয়ে বলিউডে পাড়ি জমাচ্ছেন রাশমিকা। টাইগার শ্রফের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, শিগগিরই বলিউডের সিনেমায় নাম লেখাবেন ভারতের এই জাতীয় ক্রাশ।
আরআর