images

বিনোদন

ভক্তকে গিটার দিয়ে মারলেন কার্তিক আরিয়ান! 

বিনোদন ডেস্ক

০২ এপ্রিল ২০২৫, ০১:১৩ পিএম

images

বলিউড হার্টথ্রব অভিনেতা কার্তিক আরিয়ান নিজেকে প্রমাণ করেছেন রোমান্টি সিনেমার নায়ক হিসেবে তিনি কতটা পরিপক্ক। গতবছর ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে অভিনয় দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

কার্তিকের পর তার মাকে বশ করলেন শ্রীলীলা!

বর্তমানে পরিচালক অনুরাগ বসুর নির্দেশনায় ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ তে কাজ করছেন অভিনেতা। সম্প্রতি শুটিং সেটের এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে অভিনেতা  এক ভক্তকে গিটার দিয়ে পেটাচ্ছেন! যা দেখে সরগরম নেটদুনিয়া।

Kartik_Aaryan_1700583352374_1706758512495

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ ছবির শুটিং সেটের বেশ কিছু ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে সিনেমার একটি দৃশ্য ধারণ করার জন্য মঞ্চে গিটার হাতে দাঁড়িয়ে আছেন কার্তিক ও শ্রীলীলা। এক পর্যায় এক ভক্ত দৌড়ে মঞ্চে উঠে পড়েন। তখন ওই ব্যক্তিকে হাতে থাকা গিটার দিয়ে বেধড়ক মারতে শুরু করেন কার্তিক। তারপর তাকে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেন। নিজেও লাফিয়ে পড়েন।

বিয়ের আগেই শ্রীলীলার দুই সন্তান!

ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে কড়া সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা। তবে ঘবড়ানোর কিছুই নেই। মজার বিষয় এটা কোনো বাস্ত ঘটনা না! পুরোটাই সিনেমার শুটিং। 

kartilleakedvideo_d

ওই ভিডিওতে আরও দেখা গেছে সিনেমার এই দৃশ্যটি ধারণ করার সময় মঞ্চে দাড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন সিনেমার পরিচালক অনুরাগ বসু।  

ওই ভিডিওর মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দর্শক। একজন লিখেছেন, ‘আশিকী- অ্যানিমাল-এর কম্বিনেশন, দারুণ লাগছে!’ অন্য একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,‘শুটিং থেকে এত দৃশ্য ছড়িয়ে পড়ছে, মনে হচ্ছে পুরো সিনেমা আগেই দেখে ফেলব!’

কার্তিকের জীবনে নতুন ‘বসন্ত’!

বলে রাখা ভালো, এ ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে দক্ষিণী নায়িকা শ্রীলীলাকে। একজন গায়কের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। অভিনেত্রী তার ব্যান্ডের সদস্য। প্রথমে ছবিটির নাম ছিল ‘আশিকি ৩’, তবে এখন শোনা যাচ্ছে এর নতুন সম্ভাব্য নাম ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। 

ইএইচ/