বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

কার্তিকের জীবনে নতুন ‘বসন্ত’!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১১:০৩ এএম

শেয়ার করুন:

loading/img

তরুণদের জনপ্রিয় মুখ বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। গত বছর কম বাজেটের সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন বলি তারকা। এবার অভিনেতার প্রেমের গুঞ্জন মুখর নেট দুনিয়া। তবে কি কার্তিকের জীবনে উঁকি দিয়েছে নতুন বসন্ত?

বলিউডের ‘এলিজেবল ব্যাচেলার’- খ্যাতি পেয়েছেন কার্তিক। তাঁর চেহারা, সুদর্শন লুকে কাবু বহু নারীর মন। সিনেমাতে অভিনয় নিয়ে যেমন আলোচনায় থাকেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও কম আগ্রহ না অনুরাগীদের। তাই কার্তিকের আশে পাশে নতুন রমণী দেখলেই ভক্তদের মনে প্রশ্ন, ‘তবে কি কার্তিকের জীবনে উঁকি দিয়েছে নতুন বসন্ত?’


বিজ্ঞাপন


kartik_2

সাম্প্রতিক কার্তিকের পারিবারিক অনুষ্ঠানের একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যায় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা নায়কের পরিবারের সদস্যদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন। ওই ভিডিও ছড়িয়ে পড়লে কার্তিকের প্রেমের সমীকরণ মেলাতে ব্যস্ত তার অনুসারীরা। যত আলোচনার শুরু সেখান থেকেই। 

Kartik-Aryan

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কার্তিক আরিয়ানের বোন কৃতিকা তিওয়ারি সদ্য ডাক্তারি পাস করেছেন। তারই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শ্রীলীলা। দুজনের অফস্ক্রিন রসায়ন দেখে অনেকেই আন্দাজ করছেন, একে অপরের প্রেমে মজেছেন এই নায়ক-নায়িকা। 


বিজ্ঞাপন


উল্লেখ্য, ২০২৫-এর দিওয়ালিতে একসাথে দেখা যাবে কার্তিক ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার রোমান্টিক সিনেমা। 

ইএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন