মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

কার্তিকের পর তার মাকে বশ করলেন শ্রীলীলা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

সাম্প্রতিক বছরগুলো খুব ভালো যাচ্ছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের। অভিনয় কিংবা ব্যক্তিগত জীবনে রাশভারী তার। গত বছর ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। সিনেমার পর্দায় প্রেম কাহিনী ছাপিয়ে এবার বাস্তব জীবনে প্রেমের গুঞ্জন। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কার্তিক – শ্রীলীলার পরিচয় হয়েছে এক মাসের একটু বেশি। তার মধ্যেই প্রেমের সম্পর্ক  গড়াচ্ছে বিয়ের পিঁড়িতে। সম্প্রতি অভিনেতার বাড়িতে একটা পার্টি অনুষ্ঠানে অংশ নেওয়া কে কেন্দ্র করে খবর ছড়ায় তাদের প্রেম কাহিনীর। সেই গুঞ্জনে ঘি ঢাললেন  কার্তিকের মা মালা তিওয়ারি।  


বিজ্ঞাপন


1938602465

ঘটনার সূত্রপাত দুবাইয়ে এক আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে করণ জোহর অভিনেতার মাকে জিজ্ঞেস করেন কেমন বৌমা পছন্দ? উত্তরে তিনি বলেন, “আমার ছেলের বউ যেন ভালো চিকিৎসক হন।” এই কথা বলামাত্র সকলের নজর শ্রীলীলার ওপর। দক্ষিণী এই নায়িকা অভিনয়ের পাশাপাশি ডাক্তারি পড়ছেন। 

Kartik-Aryan_20250305_110127896

তার কথার জের ধরে প্রশ্ন উঠেছে, কার্তিকের মা শ্রীলীলার দিকে ইঙ্গিত করলেন? ভারতীয় সংবাদমাধ্যমগুলো দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত। রূপ নয়, নায়িকা তার হবু শাশুড়িকে তার গুণ দিয়ে বশ করেছেন এই নিয়ে কোনো সন্দেহ নেই।


বিজ্ঞাপন


তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কার্তিক-শ্রীলীলা।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub