images

বিনোদন

প্রাণনাশের হুমকি পুলিশে অভিযোগ সোশ্যাল ইনফ্লুয়েন্সারের

বিনোদন ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ০১:২৫ পিএম

images

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রায়কে হত্যার হুমকির অভিযোগ ওঠেছে। তাকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় বলেও দাবি ওই ইনফ্লুয়েন্সারের। এই ঘটনায় ভারতের বাঙ্গুর নগর থাকায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। হুমকির খবরে উদ্বেগ প্রকাশ করেছে তার অনুসারীরা।

ইশ, তোমাকে যদি দেখতে পারতাম, মৃত মায়ের প্রতি পূজার আকুতি 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিজের ইনবক্সে একাধিকবার হুমকি পান তিনি। বাইশ বছর বয়সী ওই ইনফ্লুয়েন্সার ভারতের গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা। তার দাবি, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই প্রাণনাশের হুমকি পাচ্ছেন। 

BeFunky-collage_-2025-03-bb112ee25c670f1ac30dbc8c8245b2e3-16x9-ezgif.com-avif-to-jpg-converter_(1)

গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানা গেছে, অপরিচিত ব্যক্তিদের হুমকি থেকে বাঁচতে ওই সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লকও করে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও রেহাই পাননি। এখন অন্যান্য মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন।

সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘বরবাদ’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত রোববার (১৬ মার্চ) তার ই-মেইলে হুমকি দেওয়া হয়। লিখিত খুদে বার্তায় তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া হুমকিতে রীতিমতও আতঙ্কিত তিনি।  নিজের নিরাপত্তার জন্য বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ অ্যাঞ্জেল রায়।’ 

Snapinst.app_468103216_18332983573194339_1353808748773086667_n_1080-1742792303616-ezgif.com-webp-to-jpg-converter

এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণ ইনফ্লুয়েন্সার। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ইএইচ/