images

বিনোদন

কবে মা হচ্ছেন পিয়া— জানালেন পরমব্রত 

বিনোদন ডেস্ক

২০ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম

images

বিয়ের এক বছর যেতেই সুখবর দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সংসার বড় হচ্ছে তাদের। আসছে নতুন অতিথি। ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন। এবার পরমব্রত জানালেন পিয়ার মা হওয়ার দিনক্ষণ। 

ভারতীয় সংবাদমাধ্যমকে পরমব্রত বলেন, ‘ফেব্রুয়ারি মাসে আমি ও পিয়া জানিয়েছি, আমরা মা-বাবা হতে চলেছি। জুন মাসে হয়তো সন্তান জন্ম নেবে। এই সময় পিয়ার পাশে আমার বেশি থাকা দরকার ছিল। কাজের চাপে যেটা আমি পারিনি।’

poro_20231128_144458083_20231201_120321371_20250215_122519926

স্ত্রীর পাশে থাকতে মে থেকে পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন পরম। উল্লেখ করে বলেন, ‘নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই। একই সঙ্গে পিয়ার পাশে থেকে ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানপালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই। কারণ স্ত্রী অন্তঃসত্ত্বা মানেই স্বামীর দায়িত্ব শেষ নয়। বরং বেশি করে স্ত্রীকে আগলে রাখা। কারণ এ সময় ভালোমন্দ সব কিছুই স্ত্রী একমাত্র স্বামীর সঙ্গেই ভাগ করতে চায়।’

গেল মাসে সামাজিক মাধ্যমে বাবা-মা হওয়ার খবর জানিয়েছিলেন পরম-পিয়া। ইনস্টাগ্রামে নিজেদের হাসিমুখের ছবি প্রকাশ করে জানিয়েছিলেন নতুনের আগমনী বার্তা। সেখানে লিখেছিলেন, আমাদের ভালোবাসার বুদবুদ বাড়ছে। আরও একজন মানুষ শিগগিরই যোগ দিচ্ছে।