বিয়ের এক বছর যেতেই সুখবর দিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সংসার বড় হচ্ছে তাদের। আসছে নতুন অতিথি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সেখানে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে পরম-পিয়া নিজেরাই দিয়েছেন সুখবরটি। ইনস্টাগ্রামে নিজেদের হাসিমুখের ছবি প্রকাশ করে জানিয়েছেন নতুনের আগমনী বার্তা। সেখানে লিখেছেন, আমাদের ভালোবাসার বুদবুদ বাড়ছে। আরও একজন মানুষ শিগগিরই যোগ দিচ্ছে।
বিজ্ঞাপন
তবে মানুষটি কে তা নিয়ে কিছু জানাননি পরম-পিয়া। তাদের ব্যাখ্যা শোনার অপেক্ষায়ও নেই নেটাগরিকেরা। তারা ধরে নিয়েছেন, এবার সন্তান আসছে পরম-পিয়ার ঘরে। মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন সবাই।
গায়ক অনুপমের প্রাক্তন পিয়া। তাকে নিজের ঘরণী করায় গেল বছর কম কথা শুনতে হয়নি পরমকে। তবে সেসবে কান না দিয়ে ২০২৩ এর শেষের গাঁটছড়া বাঁধেন তারা। বছর যেতেই দিলেন নতুন অতিথি আগমনের খবর।
পিয়া একজন স্বাস্থ্যকর্মী। জানা গিয়েছিল, পরমব্রতের সঙ্গে সম্পর্কের কারণেই ২০২১ সালে অনুপমের সঙ্গে ঘর ভাঙে তার। সেসময় সামাজিক মাধ্যমে বিচ্ছেদের খবরটি জানিয়েছিলেন তারা। তবে কারণটি গোপন রেখেছিলেন।
পরমব্রতও আড়ালে রেখেছিলেন পিয়ার সঙ্গে সম্পর্কের কথা। জানিয়েছিলেন, তারা খুব ভালো বন্ধু। এবং এই ধরনের আলোচনায় যে তিনি খুবই বিরক্ত, সে কথাও স্পষ্ট জানিয়েছিলেন। যদিও ইন্ডাস্ট্রিতেও তাদের নিয়ে চর্চা হচ্ছিল। অভিনেতার কাছের বন্ধুরাও অংশ নিয়েছিলেন এতে।
বিজ্ঞাপন
এরপর কেটে যায় অনেকটা সময়। ওই সময় বন্ধুত্বের মোড়কে প্রেম করে বেড়িয়েছেন পরমব্রত-পিয়া। পরমব্রত যে পিয়ার বাড়িতে যাতায়াত বাড়িয়েছেন, সে কথাও জানা গিয়েছিল। মাঝে পরমব্রত ছবির শুটিংয়ের জন্য লন্ডনে ছিলেন দীর্ঘদিন। সে সময় পিয়াও গিয়েছিলেন দেখা করতে। এরপর পিয়া ও তার মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁয়ও দেখা গিয়েছিল।
অবশেষে দশ দিনের চাঁদ ঘরে বসে দেখা যায় ২০২৩-এর শেষে। পরম সাতপাকে বাঁধা পড়েন পিয়ার সঙ্গে।