পিয়া চক্রবর্তীর সংসার ঘর বাঁধার এক বছর পূর্ণ হয়েছে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের গায়ক অনুপম রায়ের প্রাক্তনকে বিয়ে করে কম কথা শুনতে হয়নি অভিনেতাকে। সময়ের সঙ্গে সঙ্গে আলোচনা চাপা পড়েছে। পিয়ার সঙ্গে এক বসন্ত কাটানোর অনুভূতি ব্যক্ত করে ফের আলোচনায় এলেন পরম।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, ঘড়ির কাঁটায় রাত ১২টা, গানে গানে স্বামীর জন্য পোস্ট করেন পিয়া। দুজনকে একসঙ্গেই দেখা গেল। পিয়া গাইলেন মহীনের ঘোড়াগুলির ‘জানাতে চাই তোমায় গানে গানে।’ পোস্টে অবশ্য লিখেছেন, ‘‘ভালোবাসি তোমাকে তাই জানাই গানে।’’
বিজ্ঞাপন
পরমব্রত লেখেন, ‘‘বন্ধুত্বের ভরসাপূর্তির এক বছর।’’ এ নিয়ে অভিনেতা জানান, আজকের দিনটা অন্য দিনের তুলনায় আলাদা তার কাছে। তাই খুব একটা কাজ রাখেননি। নিজেদের মতোই উদ্যাপন করবেন। উপহার দেবেন পিয়াকে। তবে সেটা প্রকাশ্যে আনতে চান না। একান্তই ব্যক্তিগত।
পরমব্রতর কথায়, ‘‘উপহার দিতে ও পেতে আমাদের দু’জনের ভালো লাগে, কিন্তু আমরা খুব একটা দেখনদারিতে বিশ্বাসী নই, বিরাট দামি কিছু উপহার দিতে হবে, এমন নয়। এমন কিছু দেব যা কাজে লাগবে।’’
বিজ্ঞাপন
অনেক দিন ধরেই পিয়ার সঙ্গে নাম জড়িয়েছিল বিষয়টি নিয়ে কম চর্চা হয়নি টলিউডে। সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল গত বছরের ২৭ নভেম্বর বিয়ের পিড়িতে বসেন তারা।