images

বিনোদন

মুসলিম বলেই হোলিতে নেই জহির, কড়া জবাব সোনাক্ষীর

বিনোদন ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ০৭:৩৯ পিএম

images

গত বছরের জুন মাসে প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সোনাক্ষী সিনহা। এক বছর হতে চলেছে তাদের বিয়ের সম্পর্ক। বিয়ের পর প্রথম হোলিতে নায়িকার সাথে দেখা যায়নি জাহিরকে। আর তাতেই নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী। ছাড় দেওয়ার পাত্রী নন তিনি, কড়া ভাষায় দিয়েছেন কটাক্ষের জবাব।

বাবার সমালোচনায় গর্জন সোনাক্ষীর, মুকেশকে দিলেন হুঁশিয়ারি 

বিয়ের পর প্রথম হোলিতে অভিনেত্রীর দোল উদযাপন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। তবে হোলির দিন একার রঙ্গিন ছবি পোস্ট করে 'হতাশ' করে দিলেন অভিনেত্রী! আবির মাখা মুখের একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ওই পোস্ট তিনি লিখেছেন, ‘হোলি হ্যায়! রং খেলো, আনন্দ উদযাপন করো।’

Holi_haiiiiiiii!!!_Rang_barsao,_khushiyaan_manao!!_Happy_Holi_mere_doston,_from_the_shoot_of_Jatadhara_(1)

তবে বলিউড অভিনেত্রীর ফ্রেমে স্বামী জাহিরকে না দেখতে পেয়ে নেটপাড়ায় একাধিক প্রশ্ন । জাত-ধর্ম নিয়েও খোঁচা দিতে ছাড়েনি নেটপাড়ার একাংশ। কেউ কেউ মন্তব্যের ঘরে লিখেছেন ,মুসলিম বলেই কি হোলি উৎসবে নেই জাহির?  

স্ত্রী সোনাক্ষীকে সমুদ্রে ঠেলে ফেললেন জাহির ইকবাল! 

কটাক্ষ শুনে চুপ থাকার পাত্রী নন অভিনেত্রী। কড়া প্রতিউত্তর দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করতে মন্তব্যের ঘরে নায়িকা লিখেছেন, ‘কমেন্ট সেকশনে একটু রিলাক্সে থাকুন। জাহির মুম্বই রয়েছে। আর আমি শুটিংয়ে ব্যস্ত। তাই ও আমার সঙ্গে নেই। এবার নিজেদের মাথায় একটু ঠান্ডা জল ঢালুন।’

jahir_20241223_142243977

সোনাক্ষী-জাহিরের বিয়ের পর কম চর্চা হয়নি। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটিজেনদের রোষানলে পড়তে হয়েছিল তারকা জুটির। তবে নেটপাড়ার সমালোচকাদের বুড়ো আঙুল দেখিয়ে সুখের সংসার করেছেন তারা।