রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

স্ত্রী সোনাক্ষীকে সমুদ্রে ঠেলে ফেললেন জাহির ইকবাল! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

বিয়ের ছয়মাস কেটেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের। জমিয়ে সময় কাটাচ্ছেন তারা। সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও ও ছবি দেখেই বোঝা যায়। তবে সোনাক্ষীর অভিযোগ জাহির নাকি তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেন না তাকে। এবার তো ধাক্কা দিয়ে ফেললেন সাগরে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে স্বামীর সঙ্গে অষ্ট্রেলিয়া ঘুরতে গেছেন তিনি। সেখানে সমুদ্র সৈকতে। স্নান পোশাকে দু’দণ্ড জলে পা ভেজাচ্ছিলেন অভিনেত্রী। জ়াহির পেছন থেকে এসে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন তাকে। 


বিজ্ঞাপন


ঢেউয়ের তোড়ে এ দিকে পড়ছেন একবার, কখনও আছাড় খাচ্ছেন। দূরে দাঁড়িয়ে হেসে কুটোপাটি জ়াহির। গোটাটাই ক্যামেরবন্দি হয়েছে। তাতেই সোনাক্ষী লেখেন, ‘‘আমাকে একফোঁটা শান্তি দেবে না। একটু ভিডিও করতে দেবে না।’’ 

সোনাক্ষীর কথা একেবারে ফেলে দেওয়া যায় না। তার প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সারাক্ষণ কোনো না কোনোভাবে তাকে জ্বালিয়ে মারেন জাহির। কখনও ভয় দেখান আবার কখনও বিব্রত করেন। তবে সোনাক্ষী উপভোগ করেন বিষয়টি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন