রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

বাবার সমালোচনায় গর্জন সোনাক্ষীর, মুকেশকে দিলেন হুঁশিয়ারি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

সুযোগ পেলেই শত্রুঘ্ন সিনহা ও সোনাক্ষী সিনহাকে নিয়ে সুযোগ পেলেই তির্যক মন্তব্য করেন শক্তিমান খ্যাত মুকেশ খান্না। এতদিন কিছু না বললেও এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে সোনাক্ষীর। বাবার সমালোচনা করায় মুকেশকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী মুকেশকে উদ্দেশ্য করে লেখেন, 'প্রিয় স্যার, মুকেশ খান্নাজি... আমি সম্প্রতি আপনার একটি বিবৃতি পড়েছি যেখানে বলা হয়েছে যে এটি আমার বাবার দোষ, আমি বহু, বহু বছর আগে একটি অনুষ্ঠানে রামায়ণ সম্পর্কে কোনও প্রশ্নের সঠিক উত্তর দিইনি। প্রথমত, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে সেদিন হট সিটে দু'জন নারী ছিলেন যারা একই প্রশ্নের উত্তর জানতেন না, তবে আপনি আমার নাম এবং কেবল আমার নামই গ্রহণ করতে পছন্দ করেছেন, কারণটাও বেশ স্পষ্ট।


বিজ্ঞাপন


ঘটনাটি ২০১৯ সালের। সোনাক্ষী কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১১-এ অংশ নিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হনুমান কার জন্য রামায়ণে সঞ্জীবনী বুটি এনেছিলেন, কিন্তু তিনি সঠিক উত্তর দিতে পারেননি। সম্প্রতি সিদ্ধার্থ খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষিকে রামায়ণ সম্পর্কে শিক্ষা না দেওয়ার জন্য শত্রুঘ্ন সিনহাকে দায়ী করেন মুকেশ।

এরপরই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন সোনাক্ষী। একই কাসুন্দি বারবার ঘাটতে নিষেধ করেন পর্দার শক্তিমানকে। সেইসঙ্গে বর্ষীয়ান এ অভিনেতাকে নিজের চরকায় তেল দিতে বলেন শত্রুঘ্ন কন্যা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন