বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম
টলিউডের শক্তিমান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ন্যাড়া মাথার ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়া। পহেলা বৈশাখে মুক্তির তালিকায় থাকা ‘কিলবিল সোসাইটি’ ছবির ফার্স্ট লুক অন্তর্জালে সাড়া ফেলেছে। অভিনেতার পাশে চোখে চশমা পরে উদাসীন চাহনিতে কৌশানী।
নতুন অতিথি আসছে পরমব্রত ও পিয়ার ঘরে
দীর্ঘ ১৩ বছর পর ‘হেমলক সোসাইটির’সিক্যুয়েল ‘কিলবিল সোসাইটি’তে ফিরছেন অনন্দ কর। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।
‘হেমলক সোসাইটি’তে 'আনন্দ'কে দেখে গিয়েছিল মারণব্যাধি রোগে আক্রান্ত। সেই লুককে ধারণ করে দীর্ঘ বছর পর নতুন লুকে ধরা দিলে অভিনেতা। তবে এই বিষয়ে বিশদ কিছু জানা বলেননি সিনেমার পরিচালক। পরমব্রতর নজরকাড়া লুকে পরিস্কার বোঝা যাচ্ছে বড় ধামাক্কা থাকছে ‘কিলবিল সোসাইটি’তে।
এবার পরমব্রতের পরিচালনায় অনির্বাণ
অভিনেতার এমন লুকে উদ্বেগ ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। অনেকেই হতাশাও প্রকাশ করেছেন। তবে কোনো প্রস্থেটিক্স নয়, চরিত্রের প্রয়োজনে টাক করেছিলেন অভিনেতা।
‘কিলবিল সোসাইটি’ছবিতে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। সৃজিতের পরিচালনায় প্রথম অভিনয় করলেন অভিনেত্রী।
প্রত্যেক বাবা-মায়েরই নতুন প্রজন্মকে মাতৃভাষা শেখানো উচিত: পরমব্রত
পরমব্রত ও কৌশানী ছাড়াও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। আগামী ১৫ মার্চ ‘কিলবিল সোসাইটি’র টিজ়ার মুক্তি পাবে এবং বাংলা নববর্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ইএইচ/