পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তী দুজনেই পরিচালক ও অভিনেতা। তবে এবারই প্রথম একে অন্যের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন। পরমব্রতের পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছেন অনির্বাণ। ‘ভোগ’নামের সিরিজটি নির্মাণ করা হচ্ছে ওটিটি মাধ্যম হইচইয়ের জন্য।
ভারতীয় সংবাদ্মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরমব্রতের সঙ্গে এই সিরিজ়ের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শ্রীজীব। এই মুহূর্তে সিরিজ়ের বাকি কাস্টিং নিয়ে আলোচনা চলছে। চরিত্রাভিনেতা চূড়ান্ত হওয়ার পর বছরের শেষে শুরু হবে শুটিং।
বিজ্ঞাপন
এর আগে ‘ভোগ’ বই এবং ‘অডিও বুক’ হিসেবে জনপ্রিয় হয়েছে। বড় পর্দাতেও এই কাহিনিকে দেখা গিয়েছিল রাজর্ষি দে পরিচালিত ‘পুর্ব, পশ্চিম, দক্ষিণ— উত্তর আসবেই’-এ।এবার ওয়েব সিরিজ়ে কিভাবে গল্পকে নির্মাতারা তুলে ধরেন, সে দিকে নজর থাকবে।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত অপরিচালিত ওয়েব সিরিজ ‘নিকষ ছায়া’। এর মাধ্যমে নীরেন ভাদুড়ি হয়ে ফিরেছেন চিরঞ্জিত চক্রবর্তী। ভৌতিক কর্মকাণ্ড নিয়ে নির্মাণ করা হয়েছে সিরিজটি।