বিনোদন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
অনেকদিন ধরে বলিউডের বাতাসে ভাসছে কৃতি শ্যাননের প্রেমের গুঞ্জন। ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে আছেন তিনি। শোনা যাচ্ছিল শিগগিরই গাঁটছড়া বাঁধছেন তারা। কিন্তু সেটি হচ্ছে না।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিয়ে করতে পারছেন না কৃতি। জানা গেছে কারণও। বলিউড মাধ্যম সূত্রে খবর, এ বছর বেশ কয়েকটি কাজ রয়েছে অভিনেত্রীর হাতে। সে কারণেই বিয়েতে বসতে পারছেন না অভিনেত্রী।
কৃতির এক ঘনিষ্ঠজন বলেন, “চলতি বছরে তার সময়টা কোথায় বিয়ে করার? কৃতি এখন দিল্লিতে। পুরোদমে আনন্দ এল রাইয়ের ছবির শুটিং করছে। কয়েক মাস পর্যন্ত সেটা নিয়েই ব্যস্ত থাকবে। মুক্তির চরিত্র ফুটিয়ে তুলতে বেজায় কসরত করতে হচ্ছে তাকে। আর ‘তেরে ইশক ম্যায়’ ছবির কাজ শেষ হয়ে গেলেই ‘ককটেল ২’-এর শুটিং শুরু করবে। মাঝখানে বিরতিও নেই। গোটা ২০২৫ সালের গোটা বছরটাই কাজ নিয়ে এত ব্যস্ত থাকবে কৃতী যে বিয়ের প্রস্তুতি তো দূরের কথা।”
কৃতির চেয়ে নয় বছরের ছোট কবীর। মাঝে মাঝেই এখানে সেখানে একসঙ্গে দেখা যায় তাদের। গুঞ্জন রয়েছে, সম্প্রতি কবীরের বাবা-মায়ের সঙ্গে বিয়ে নিয়ে পাকা কথা হয়েছে কৃতির পিতা-মাতার। কিন্তু ব্যস্ততায় ঝুলে গেল বিষয়টি।