মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের কার্তিক-কৃতির প্রেমের গুঞ্জন চাউর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

ফের কার্তিক-কৃতির প্রেমের গুঞ্জন চাউর
কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন । ছবি: ফেসবুক

বলিউড তারকা কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননের পর্দায় রসায়ন প্রথম জমে উঠেছিল ‘লুকা ছুপি’ সিনেমায়। সিনেমাটিতে কার্তিক-কৃতির রোম্যান্স অনুরাগীদের মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতা থেকে তারা তাদের নাম দেন ‘কারিটি’। পর্দার বাইরেও তাদের প্রেম নিয়ে বেশ গুঞ্জন চলছিল তখন।

তখন সবার সেই ধারণা ভাঙান সারা আলি খান। করণ জোহরের টক-শোতে কার্তিকের প্রতি দুর্বলতার কথা প্রকাশ করেছিলেন তিনি। এ খবর শুনে তখন এগিয়ে আসেন রণবীর সিং। সারা ও কার্তিকের মাঝে সম্পর্কের সেতু গড়তেই ছিল তার এই অংশগ্রহণ। দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি।


বিজ্ঞাপন


এরপরই সারার সঙ্গে পর্দা ভাগ করেন কার্তিক। তাদের দেখা যায় ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল-২’ সিনেমায়। সেই সঙ্গে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে বি-টাউনের বাতাসে। ওদিকে সারা-কার্তিক জুটির উত্থানে অবসান ঘটে ‘কারিটি’ জুটির। তবে সে জুটি বেশিদিন টেকেনি। সিনেমাটি মুক্তির পর এই জুটির প্রেমের গুঞ্জনও থেমে যায়।

kartik

সেসব এখন অতীত। সম্প্রতি আবারও সামনে এসেছে ‘কারিটি’ জুটির প্রেমের গুঞ্জন। এ খবরে হাসি ফুটেছে অনুরাগীদের মুখে।

‘শেহজাদা’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন কার্তিক ও কৃতি। শ্যুটিংয়ের জন্য দুজনেই উড়াল দিয়েছিলেন মরিশাসে। সেখানে শুধু শ্যুটিং সারেননি তারা। দুজনে মিলে সেরেছেন বেড়ানোর পর্বও। সেসব ঘোরাঘুরির ছবি ও ভিডিও তারা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘কারিটি’র সে ভিডিও ও ছবি ভাইরাল হতে সময় নেয়নি।


বিজ্ঞাপন


প্রিয় জুটিকে একসঙ্গে দেখে সবেচেয়ে খুশি হয়েছেন কার্তিক-কৃতির অনুরাগীরা। তারা আবারও আশা বেধেছেন ‘কারিটি’কে নিয়ে। ছবি ও ভিডিওর মন্তব্যের ঘরেও তারা জানিয়েছেন সে কথা। সেই সঙ্গে প্রিয় জুটিকে অভিবাদনেও ভরিয়ে দিয়েছেন।

kriti

তবে কৃতি ও কার্তিক এ ব্যাপারে মুখ খোলেননি। ঘোরাঘুরির ছবি প্রকাশ করলেও তারা কোথায় কোথায় ঘুরেছেন— সে বিষয় বলেনি। দুজনেই এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির মিছিলে রয়েছে কার্তিক অভিনীত ‘ভুল ভুলাইয়া-২’ সিনেমাটি। ওদিকে ‘শেহজাদা’ সিনেমার শ্যুটিং নিয়ে কার্তিক-কৃতি দুজনেই ব্যস্ত।

কৃতি শ্যাননের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। ইতোপূর্বেও বি-টাউনে গুঞ্জন চলছিল কৃতির প্রেম নিয়ে। সেসময় চাউর হয়েছিল কৃতি প্রেম করছেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। এ বিষয়ে কৃতি বা প্রয়াত অভিনেতা সুশান্ত কেউই তখন মুখ খোলেননি।

আরআর/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর