মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূতের ভয় পেয়েছিলেন কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

ভূতের ভয় পেয়েছিলেন কৃতি শ্যানন

ভূতের অস্তিত্ব আছে কি নেই— এ নিয়ে বাহাস কম হয় না মানুষের মধ্যে। কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। বিশেষ করে বিজ্ঞানমনস্করা ভূতকে মানসিক সমস্যা বলে উড়িয়ে দেন।

তবে ভূত থাকুক আর না-ই থাকুক, অশরীরী আত্মা বলে কিছু একটা আছে— সেটা বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন।বলিউড নায়িকা কৃতি শ্যানন তাদের দলের একজন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভূতের অভিজ্ঞতার কথা জানান তিনি। যদিও ভয়ংকর এই অভিজ্ঞতা হয়েছিল তার মেকআপ আর্টিস্টের সঙ্গে।


বিজ্ঞাপন


কৃতি বলেন, ‘হোটেলের ঘরে অশরীরী অস্তিত্ব টের পেয়েছিল আমার মেকআপ শিল্পী। একটি বডি লোশনের শিশি যতবার সে টেবিলে তুলে রাখছিল, ততবারই কী করে যেন সেটা ফের মাটিতে পড়ে যাচ্ছিল। অথচ না টেবিল নড়ছে, না হাওয়া দিচ্ছে। তখন সে ভয়ে শিউরে ওঠে। রাতেও ফের অনুভব করে, কে যেন ওকে ধাক্কা দিচ্ছে। অথচ আশপাশে কেউ কোথাও নেই। দ্বিতীয় ঘটনায় আমরা বাকিরাও খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’

Kriti

ঘটনাটি ঘটেছিল মূলত ‘দিলওয়ালে’ সিনেমার শ্যুটিংয়ে। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এতে তিনি অভিনয় করেন বরুণ ধাওয়ানের বিপরীতে। আরও ছিলেন শাহরুখ খান ও কাজল।

এদিকে সবশেষ কৃতি অভিনয় করেছেন ‘বচ্চন পাণ্ডে’ সিনেমায়। এতে তার নায়ক ছিলেন অক্ষয় কুমার। মুক্তির অপেক্ষায় আছে ‘আদিপুরুষ’ সিনেমা। এই ছবিতে আরও আছেন প্রভাস ও সাইফ আলি খান। এ ছাড়া বরুণ ধাওয়ানের বিপরীতে ‘ভেড়িয়া’ এবং টাইগার স্রফের বিপরীতে ‘গণপত’ ছবিতে দেখা যাবে তাকে।


বিজ্ঞাপন


আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর