বিনোদন ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম
উভকামী হলিউড অভিনেত্রী অব্রে প্লাজার স্বামী পরিচালক জেফ বেনার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এ পরিচলকের দেহ।
গত ৩ জানুয়ারি জেফের দেহ উদ্ধার হয়। শোনা যায়, ঝুলন্ত অবস্থায় ৪৭ বছরের পরিচালকের দেহ দেখতে পেয়েছিলেন তার সহকারী। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও জেফ বেনার রহস্যমৃত্যু নিয়ে এখনও পর্যন্ত মার্কিন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
নিজেকে উভকামী বলে ঘোষণা করেছিলেন অব্রে। পরে ২০১১ সালে জেফের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। টানা দশ বছর চুটিয়ে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেন তারা। কে জানত চার বছর পর চির বিচ্ছেদ হবে তাদের!
জেফের পরিচালনায় কাজও করেছেন অব্রের। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জেফের ‘লাইফ আফটার বেথ’-এ অন্যতম কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অব্রে। নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয় ২০০৯ সালে। অন্যদিকে স্থানীয় থিয়েটারের মাধ্যমে অব্রের অভিনয় সফর শুরু হয়। নিউ ইয়র্ক থেকে পড়াশোনা শেষ করে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি।