রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাথটাব থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

বাথটাব থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার 

জনপ্রিয় সিরিজ ‘ফ্রেন্ডস’-এ র অভিনেতা ম্যাথিউ পেরি আর নেই। লস অ্যাঞ্জেলেসে নিজ অ্যাপার্টমেন্টের বাথটাব থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সংবাদমাধ্যম পিপলকে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একটি সূত্র জানিয়েছে, পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃত্যুর খবর দিয়ে পেরির বাড়ি থেকে পুলিশ ডাকা হয়। তবে সেসময় মৃত ব্যক্তির পরিচয় নিয়ে কিছু নিশ্চিত করা হয়নি। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও খবর নেই। পেরির বাড়ি থেকে সাহায্যের জন্য যে ফোন আসে সেখানেও প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলা হয়েছিল।


বিজ্ঞাপন


১৯৬৯ সালের ১৯ আগস্ট ম্যাসাচুসেটসের উইলিয়ামস টাউনে জন্মগ্রহণ করেন ম্যাথিউ পেরি। তিনি বেড়ে উঠেছেন কানাডার অটোয়াতে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একই স্কুলে পড়েছেন তিনি। তার মা সুজান মরিসন ছিলেন একজন সাংবাদিক আর বাবা জন বেনেট পেরি ছিলেন একজন অভিনেতা।

তরুণ বয়সে লস অ্যাঞ্জেলেসে থিতু হন পেরি। টেলিভিশনে ছোটখাট চরিত্রে কাজ শুরু করেন। তিনি জনপ্রিয়তা পান ‘বয়েজ উইল বি বয়েজ’-এ অভিনয় করে। এতে তার চরিত্রের নাম ছিল রাসেল। এরপরই তিনি সুযোগ পান ‘ফ্রেন্ডস’ সিরিজে। যা তার পরিচিতি আরও বাড়িয়ে তোলে। এছাড়া আরও বেশকিছু জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর