images

বিনোদন

যীশুর ‘বরবাদ’ যোগ নিয়ে যা বললেন অভিনেতার ম্যানেজার 

বিনোদন প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৪, ০১:০৯ পিএম

‘তুফান’ সিনেমায় যীশু সেনগুপ্তের অভিনয়ের গুঞ্জন উঠেছিল। আনন্দে উদ্বাহু নৃত্য শুরু করেছিলেন শাকিব খানের অনুরাগীরা। টলিউডের এ ডাকসাইটে অভিনেতার সঙ্গে কিং খানের রসায়ন দেখতে মুখিয়ে ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত ‘তুফানে’ দেখা যায়নি যীশুকে।

তবে শাকিবিয়ানদের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে এগিয়ে এসেছেন নির্মিতব্য ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। কেননা ছবিটিতে ঢালিউড সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন যিশু। বিষয়টি সংবাদমাধ্যমকে সিনেমাটি সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

1640476464_jishu

‘বরবাদে’ যিশু যোগ নিয়ে কিছু জাননি পরিচালক। কেননা আনুষ্ঠানিকভাবেই মুখ খুলতে চান তিনি। অগত্যা দারস্থ হতে হলো যীশুর ম্যানেজার সোমনাথের। হোয়াটস্যাপে ঢাকা মেইলকে তিনি বলেন ‘দাদা মুম্বাই আছেন শুটিংয়ে।’

কোন সিনেমার শুটিংয়ে— জানতে চাইলে কৃপণতা করলেন অভিনেতার ম্যানেজার। ‘বরবাদে’র শুটিংয়ে কি না জানতে চাইলে বললেন ‘জানি না।’ কবে ফিরছেন কলকাতা তাও জানালেন না।

459428194_1074723684021006_9127114637371882286_n_20241003_183720980

এদিকে মুম্বাইয়ে শুটিং চলছে শাকিব খানের ‘বরবাদে’র। ওদিকে যীশুও শুটিংয়ে মুম্বাই। তবে কি ‘বরবাদে’ শুটিংয়ে যিশু? স্ক্রিন শেয়ার করছেন কিং খানের সঙ্গে? দুইয়ে দুইয়ে চার কিন্তু মিলেই যায়। 

২০ অক্টোবর মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুরু হয়েছে ‘বরবাদ’-এর শুটিং। ২৪ তারিখ থেকে যোগ দিয়েছেন কিং খান। এ নিয়ে ছবির পরিচালক এর আগে বলেছিলেন, স্বপ্নের যাত্রা বলে আখ্যায়িত করে বলেন, ‘স্বপ্নের যাত্রা শুরু করছি। ভেতরে ভেতরে উত্তেজনা কাজ করছে। সবকিছু ভালোভাবে শেষ করতে চাই।’

1606261479_5fbd9ae7d257c_jisshu-sengupta

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ‘বরবাদ’।