বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই গেলেন শাকিব, থাকছেন ইধিকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই গেলেন শাকিব, থাকছেন ইধিকা 

আসছে ঈদে ‘বরবাদ’ হবেন শাকিবিয়ানরা। এটাই যেন পণ তাদের । পরিচালক মেহেদী হাসান হৃদয়ও তাদের মনোবাসনা পূরণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন। ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে ‘বরবাদ’-এর শুটিং। এবার সেখানে উড়ে গেলেন সুপারস্টার শাকিব খান। 

জানা যায়, এতে অংশ নিতে আজ মঙ্গলবারই দেশটির উদ্দেশে উড়াল দিয়েছেন শাকিব। প্রায় একমাস মুম্বাইয়েই থাকবেন অভিনেতা। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে আগামী বুধবার (২৩ অক্টোবর) থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। অন্যদিকে ২৪ তারিখ থেকে শুটিংয়ে যোগ দেবেন কিং খান। 


বিজ্ঞাপন


কিং খানকে নিয়ে নিজের প্রথম সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন হৃদয়। স্বপ্নের যাত্রা বলে আখ্যায়িত করে বলেন, ‘স্বপ্নের যাত্রা শুরু করছি। ভেতরে ভেতরে উত্তেজনা কাজ করছে। সবকিছু ভালোভাবে শেষ করতে চাই।’

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ‘বরবাদ’।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর