images

বিনোদন

ধর্ষণ রুখে দেওয়ার উপায় জানালেন শাবানা আজমি 

বিনোদন ডেস্ক

২৯ আগস্ট ২০২৪, ১১:৩২ এএম

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত গোটা ভারত। রাস্তায় নেমেছেন টলিউড তারকারা। বলিউড তারকারাও গলা চড়িয়েছেন। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশের পাশাপাশি ধর্ষণ রুখে দেওয়ার উপায় বাতলে দিয়েছেন বি-টাউনের নন্দিত অভিনেত্রী শাবানা আজমি।

আরও পড়ুন: শারীরিক সমস্যার কারণে মা হতে পারেননি শাবানা!

পুনেতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাবানা। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। তার কথায়, ‘এ ধরনের ঘটনা ভয়ঙ্কর। আমি বিরক্ত এটা দেখে, এখনও এই ঘটনা ঘটে চলেছে সমাজে। ২০১২ সালে নির্ভয়াকাণ্ডের পর জাস্টিস বর্মা কমিটির রায়ের পরও এগুলো ঘটছে ভেবেই বিরক্ত।’

d9415120-5df2-11ef-b43e-6916dcba5cbf.jpg

এই অস্থির সময় কীভাবে মুক্তি পাবে ধর্ষণ থেকে, সেই প্রসঙ্গে শাবানা বলেন, ‘প্রথমত মহিলাদের পণ্য রূপে ব্যবহার করাটা বন্ধ করতে হবে। এবং আমাদের মজ্জাগত যে পুরুষতন্ত্র রয়েছে তাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।’

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় শাবানা। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে নিজের মত প্রকাশ করেন। এজন্য রক্ষণশীলদের চক্ষুশূলও হন অভিনেত্রী। তবে সেসব পাত্তা না দিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন। এবার ধর্ষণের বিরুদ্ধেও নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী।