রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোমবাতি নয়, ধর্ষককে জ্বালিয়ে দাও: শুভশ্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

মোমবাতি নয়, ধর্ষককে জ্বালিয়ে দাও: শুভশ্রী 

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই চরম অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ। এই দলে আছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। রীতিমতো গর্জে উঠেছেন তিনি। ধর্ষককে জ্বালিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফেসবুক আনইনস্টল করছেন শ্রীলেখা, জানালেন কারণ

ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীদের অনেকেই মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছেন। তা দেখেই রাজ ঘরণীর এমন আহ্বান। নিজের ইনস্টাগ্রামে লেখেন, একবার মোমবাতির জায়গায় ধর্ষককে জ্বালিয়ে দেখো। হয়তো ধর্ষণের ঘটনা কমে যাবে। প্রত্যেকবার মেয়েরাই জ্বলবে, সেটা তো হওয়া উচিত নয়।”

shub_20240819_164841008

এর আগে আরজি কর কাণ্ড নিয়ে কবিতা লিখে প্রতিবাদ জানিয়েছিলেন শুভশ্রী। প্রশ্ন তুলেছিলেন, “সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?” 
এরপর হুঁশিয়ারি দিয়েছিলেন, “অনেক হয়েছে নোংরামি আর পাপ তাও নেই কোনো অনুতাপ। তাই তো ফেসবুক পোস্টে এর বন্যা- আমরা নাকি ‘পতিতা’ আর ‘নষ্টা’! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!”

আরজি কর কাণ্ড এক করেছে গোটা পশ্চিমবঙ্গকে। এক ছাতার নিচে এসেছেন টলিউড তারকারাও। এর আগে দেবও শুভশ্রীর সুরে কথা বলেছিলেন। ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর