images

বিনোদন

আম্বানিপুত্রের প্রাক বিয়ের অনুষ্ঠানে গাইতে কত নিচ্ছেন শাকিরা? 

বিনোদন ডেস্ক

২৮ মে ২০২৪, ০১:৩৯ পিএম

ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে বিশ্বের বড় বড় ব্যক্তিত্বদের ভারতে উড়িয়ে নিয়ে এসেছিলেন মুকেশ আম্বানি। বিল গেটস, জাকারবার্গ, রিয়ান্নাদের সরব অংশগ্রহণ ছিল। এবার তিনি পুত্রের প্রাক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছেন ইতালিতে। সেখানে গান শোনাবেন পপ সম্রাজ্ঞী শাকিরা। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে শাকিরা ছাড়াও থাকবেন ডুয়া লিপা ও এ আর রহমান। অনেকের প্রশ্ন, কয়েক ঘণ্টার জন্য গাইতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা? এ ধরনের আয়োজনে গাইতে ১০-১৫ কোটি রুপি নিয়ে থাকেন শাকিরা। তবে আম্বানি পুত্রের বিয়ে বলে কথা। সে কারণে দর বাড়িয়েছেন। একদিনের জন্য তিনি নিচ্ছেন ৭৫ কোটি রুপি।

shakira-20220728173944

২৮ থেকে ৩০ তারিখ— এই তিন দিন ধরে প্রাক্-বিবাহ অনুষ্ঠান চলবে। প্রায় ৬০০ জন অতিথিকে নিয়ে দক্ষিণ-ফ্রান্স থেকে পাড়ি দেবে বিলাসবহুল একটি জাহাজ। দীর্ঘ পথ অতিক্রম করে ইটালিতে ফিরবে।

আরও পড়ুন: ‘বাহুবলী’র কাটাপ্পা এবার সালমানের সিনেমায়

দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজ়ে অনন্ত এবং রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তা আদতে একটি ভাসমান প্রাসাদ। যেকোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ। সেখানেই গান শোনাবেন শাকিরা।

shakir-20220705203452

শোনা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানের মতো প্রাক বিয়েতেও আলো ছড়াবেন বলিউড তারকারা। পারফর্ম করবেন রনবীর কাপুর ও আলিয়া ভাট। তবে এবারও সালমান, শাহরুখ ও আমির খানকে এক মঞ্চে দেখা যাবে কি না তা জানা যায়নি।