মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফের বিয়ের পিঁড়িতে বিগবস তারকা মুনাওয়ার! পাত্রী কে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বিগ বসে থাকাকালীন অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মুনাওয়ার ফারুকী। সেসময় শোনা গিয়েছিল বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সে আর হয়ে ওঠেনি। এবার ফের তার বিয়ের গুঞ্জন উঠেছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১০-১২ দিন আগেই বিয়ে সেরেছেন মুনাওয়ার। ২৬ মে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল তাদের বিয়ের ‘রিসেপশন’। বিয়েতে শোবিজের তেমন কেউ উপস্থিত ছিলেন না। 

com-20240327062235

শোনা যাচ্ছে এটি তার দ্বিতীয় বিয়ে। পাত্রী মেহজাবিন কোটওয়ালা। তিনি পেশায় মেকআপ আর্টিস্ট। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি কেউ। 
এর আগে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন মুনাওয়ার। ২০২১ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। হাতে উঠেছিল পুলিশের হাতকড়া। 

অভিযোগ উঠেছিল একটি কমেডি শোয়ে হিন্দু দেবদেবী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অশালীন মন্তব্য করেন তারা। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক ও ইনদওরের প্রাক্তন মেয়র মালিনী গৌরের ছেলে একলব্য সিং গৌর এই অভিযোগ এনেছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub