‘বাহুবলী’ সিনেমায় কাটাপ্পা চরিত্রে অভিনয় করে দর্শকের মনোযোগ নিজের দিকে টেনেছিলেন অভিনেতা সত্যরাজ। প্রভাসের পরই মুখে মুখে ফিরছিল তার নাম। এবার দক্ষিণী এই অভিনেতাকে টক্কর দিতে দেখা যাবে সালমান খানের সঙ্গে।
সালমান খানের নতুন সিনেমার নাম ‘সিকান্দর’ । ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ ছবিতে খল চরিত্রে দেখা যাবে সত্যরাজকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই দিয়েছেন এ খবর।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘সিকান্দর’ ছবির শুটিং। প্রাণনাশের হুমকিকে গায়ে না মেখে, ‘দাবাং’ মেজাজে শুটিং করছেন ভাইজান। শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছে ছবিও। ঠিক এরই মাঝে ‘সিকন্দর’ নিয়ে নতুন আপডেট।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘সিকান্দর’ ছবিতে সালমার সঙ্গে জুটি বাঁধছেন রশ্মিকা মান্দানা। আগামী বছর ঈদে মুক্তির কথা রয়েছে ছবিটির। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। পরিচালপ্না করছেন ‘গজনি’র পরিচালক এ আর মুরুগাদস।

সালমানকে সবশেষ দেখা গেছে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার-থ্রি’ ছবিতে। এতে তার বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ। ছবিটি প্রযোজনা করে যশরাজ ফিল্মস। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেন মনীশ শর্মা। সালমান-ক্যাট ছাড়াও দেখা গিয়েছিল আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরাকে।

