images

বিনোদন

সুখবর পেলেন জায়েদ খান, জটিলতায় পড়তে পারেন নিপুণ 

বিনোদন ডেস্ক

১৭ মে ২০২৪, ১২:২৬ পিএম

images

অভিনেত্রী নিপুণ আক্তার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বাতিল করা হয়েছিল জায়েদ খানের সদস্য পদ। সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই শিল্পী সমিতির হারানো সদস্য পদ ফিরে পেলেন জায়েদ। বিষয়টি জানিয়েছেন সহ-সভাপতি ডি এ তায়েব।

গতকাল বৃহস্পতিবার জরুরী মিটিং শেষে তায়েব বলেন, ‘জায়েদ খান বর্তমান কমিটির কাছে চিঠি দিয়েছেন। তিনি যথাযথ ব্যাখ্যা দেওয়ায় তার সদস্য পদ ফিরিয়ে দিয়েছি।’

তবে জায়েদ সদস্য পদ ফিরে ফেলেও নিপুণ পড়তে পারেন জটিলতায়। কেননা এরইমধ্যে তিনি কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। বিষয়টি গভীরভাবে নিয়েছে বর্তমান কমিটি।

এ প্রসঙ্গে তায়েব বলেন, ‘নিপুণের এমন মন্তব্য সত্যই হতাশাজনক। তিনি শুধু ডিপজলকেই ছোট করেননি বরং সমগ্র চলচ্চিত্র শিল্পীদের হেয় করেছেন। আমরা তার এমন মন্তব্যের জন্য একটি নোটিশ দেব। যথাযথ উত্তর না পেলে তার সদস্যপদ বাতিল করা হবে।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ সেশনের নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ।। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে ডিপজলকে নিয়ে কটু কথা বলেন তিনি।

নিপুণ বলেছিলেন, ‘স্যরি টু সে, আমাকে বলতে হচ্ছে- শিল্পী সমিতিতে এমন একজন সেক্রেটারি পদে এসেছেন যার কোনো শিক্ষা নেই। এটা ২০২৪ সাল। আমরা ২০২৪ সালে দাঁড়িয়ে আছি। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না। এটা কাজ করে দেখিয়ে দেওয়া লোকদের জায়গা।’