সঞ্চালকের আসনে বসে অতিথিকে বেকায়দায় ফেলেন শাহরিয়ার নাজিম জয়। মাঝে মাঝেই তার প্রশ্নে বিব্রতবোধ করেন অতিথিরা। এই ভয়ে অনেকে তার অনুষ্ঠানেই যান না। অনেকেই প্রকাশ করেন ক্ষোভ। এবার এই তালিকায় নাম উঠল চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। তিনি রীতিমতো ক্ষুব্ধ। সিনিয়র নাহলে জয়কে চড় মারতেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন।
মিষ্টি জান্নাতকে ‘ওই মেয়ে’ বলে সম্বোধন করেছেন জয়। তিনি বলেছিলেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’ তাতেই চটেছেন মিষ্টি। এরপরই নিজের সোশ্যাল হ্যান্ডেলে দীর্ঘ এক স্ট্যাটাস দেন জয়।
বিজ্ঞাপন
ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনি মেধাবী না হয়েও আলোচনায় আসতে পারবেন। তবে গ্রীষ্মকালের আলোচনা বর্ষাকাল পর্যন্ত টিকবে না। আর আপনি যদি সত্যিই মেধাবী হন তাহলে বছরের পর বছর আপনাকে নিয়ে আলোচনা চলতেই থাকবে। অসম্মান কাউকে করা উচিত নয়। না আমি আপনাকে, না আপনি আমাকে। অবশ্য ভুলবশতঃ কখনো কখনো আমাদের ভুল হয়ে যায়। আবার যেকোনো ভুলের জন্য অন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি অনুতপ্ত হই।’
এরপর লেখেন, ‘অভিজ্ঞতা থেকে একটি কথা বলছি এই ইন্ডাস্ট্রিতে অভিমানের কোনো দাম নেই। আপনারও না। আমারও না। এখানে দাম আছে শুধু কৌশলের। যে যত বেশি কৌশল জানে সে তত বেশি সফল। আমার প্রোগ্রামগুলো রেকর্ডেড। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কেউ আপত্তি জানালে আমরা সেই প্রোগ্রামটি প্রচার করি না। বাস্তব জীবনে শাহরিয়ার নাজিম জয় আর উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় দুটি ভিন্ন চরিত্র। আমি উপস্থাপক না সাংবাদিকও না। আমি একজন অভিনেতা। উপস্থাপনার চেয়ারে বসেও আমি অভিনয় করি। এত নিখুঁত অভিনয় যে কেউ ধরতে পারে না।’
এদিকে আজ বৃহস্পতিবার পেশাগত কাজে দেশের বাইরে যাচ্ছেন তিনি। বিষয়টি জানিয়ে শেষ বাক্যে জয় লিখেছেন, ‘আজ আমেরিকা চলে যাব। বিদেশে আমার ভালো লাগে না। তারপরও যাব। কারণ কাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যাওয়ার আগে গ্রাম বাংলার পথে আমার দেশের আমার ছবি পোস্ট দিয়ে গেলাম।’
বিজ্ঞাপন
এর আগে মিষ্টি তার ওপর ক্ষভ ঝেড়ে বলেছিলেন, ‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন।’
তার কথায়, ‘সে (জয়) আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো, চলো লং ড্রাইভে যাই? অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।’
মিষ্টি জান্নাত আরও বলেছিলেন, ‘সে বলল, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’
এরপর থকেই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। এদিকে তমা মির্জা পাশে দাঁড়ালেও মুখে কুলুপ এঁটে রেখেছিলেন জয়। এবার কারও নাম উল্লেখ না করে দিলেন দীর্ঘ পোস্ট।