মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৪, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ সেশনের নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। 

বুধবার (১৫ মে) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে মিশা-ডিপজল

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এটি শুনানি হতে পারে।

নিপুণের পক্ষে আইনজীবী পলাশ চন্দ্র রায় এ রিট করেন। সংশ্লিষ্ট আদালতের ডিএজি অমিত দাশগুপ্ত বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন।

dipjol_গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয়। উৎসবমুখর পরিবেশে ৫৭০ জনের মধ্যে ৪৭৫ জন শিল্পী ভোট দেন।


বিজ্ঞাপন


২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন

ভোট দিয়েই চলে যান ইলিয়াস কাঞ্চন, সহকর্মীদের সঙ্গে বলেননি কথা

পরদিন ভোটের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বিএইচ নিশান। এতে মিশা-ডিপজল প্যানেল জয়ী হয়।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর