বিনোদন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১২:২০ পিএম
সুপারস্টার তকমা গায়ে লাগাতে কম কাঠখড় পোড়াতে হয়নি অক্ষয় কুমারকে। ক্যারিয়ারের শুরুতে হেঁটেছেন বন্ধুর পথে। কখনও রাস্তায় চাউমিন বানিয়েছেন। কখনও ছোটোখাটো অফিসে করেছেন কাজ। সরে আসেননি লক্ষ্য থেকে। বলিউডে থিতু হতে করে গেছেন সংগ্রাম।
আরও পড়ুন: ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে শাহরুখের ছেলের ভিডিও ভাইরাল
সেসময় বেশ মানবেতর জীবন যাপন করতে হয়েছে অক্ষয়কে। মুম্বাইয়ের একটি বাড়িতে ৫০০ রুপি দিয়ে থাকতেন ভাড়া। বাড়িটির কথা আজও মনে রেখেছেন তিনি। সময় সুযোগ পেলেই ছুটে যান সেখানে। নতুন খবর হচ্ছে এবার সেই বাড়িটি কিনে নিচ্ছেন নায়ক।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে অক্ষয় বলেন, সম্প্রতি ওই বাড়িতে গিয়েছিলাম। জানতে পারলাম। সেই বাড়িতে ভেঙেচুরে ফ্ল্যাট তৈরি হচ্ছে। তখনই আমি প্রোমোটারের সঙ্গে যোগযোগ করলাম। বললাম, তিনতলাটা আমি কিনে নেব। যত টাকাই হোক না কেন। আসলে ওটা আমার কাছে শুধুই বাড়ি ছিল না। আমার স্বপ্ন দেখার আস্তানা ছিল।
আরও পড়ুন: বিচ্ছেদের আবেদন করলেন ঐশ্বরিয়া
এদিকে মুক্তির অপেক্ষায় আছে অক্ষয়ের নতুন সিনেমা ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ঈদে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। এর আগে এ সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে তাদের বিপরীতে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ।
প্রায় আড়াই দশক পর ছবিটির রিমেকে দেখা যাবে অক্ষয়কে। এতে অক্ষয়ের সঙ্গে রয়েছেন টাইগার শ্রফ। ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।